আমাদের কথা খুঁজে নিন

   

বিশেষ মন্তব্য/ বিটিভির স্বৈরতন্ত্র!

কবি হতে চেয়েছিলাম... বিশেষ মন্তব্য বিটিভির স্বৈরতন্ত্র! -তায়েব মিল্লাত হোসেন আইসিসি বিশ্ব কুড়ি-বিশ (্ওয়ার্ল্ড টি-টোয়েন্টি) ক্রিকেট ঘিরে আমাদের রাষ্ট্রায়াত্ত্ব টেলিভিশন চ্যানেল বিটিভি তার স্বৈরতন্ত্রের নিশান আবার তুলে ধরলো। দেশের এতো এতো বেসরকারি দূর-দর্শনের মাধ্যমের মধ্যে একমাত্র বিটিভি শ্রীলঙ্কা থেকে চলতি কুড়ি-বিশ ক্রিকেটের বিশ্ব আসরের খেলা সরাসরি সম্প্রচারের দখলস্বত্ব নিয়ে নিয়েছে। এ নিয়েই ক্ষান্ত থাকেনি বিটিভি। এ ধরনের সম্প্রচারে দেশের দর্শকরা বিটিভির সংবাদ, সংসদ অধিবেশন, খেলার বিরতিতে তথাকথিত ক্রিকেটবোদ্ধাদের (নাকি বুদ্ধ!) কপচানি এড়াতে ভিনদেশি ক্রীড়া দূর-দর্শন মাধ্যমে চোখ রাখেন। কিন্তু এবার সেই পথ বন্ধ করে দিয়েছে বিটিভি।

সামরিক ফরমানের মতোই ক্ষমতাসীনদের মৌখিক হুকুমে কোয়াব (ক্যাব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কুড়ি-বিশ ক্রিকেটের সর্ববৃহৎ আসর শুরু হতেই দেশে স্টার-ক্রিকেটের সম্প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ক্ষুদে সংস্করণের ক্রিকেট লড়াইগুলো দেখতে বিটিভির কাছেই আত্মসমর্পণ করতে হচ্ছে ক্রীড়াপ্রেমীদের। তাই বিটিভিতে দেশের উন্নয়ন জোয়ার-কাহিনি (এও নাকি সংবাদ!) গিলতে হচ্ছে ক্রিকেট-ভক্তদের। দুই. প্রসঙ্গ সংসদ টিভি কথায় কথা আসে। তাই নতুন করে বলতে হচ্ছে সংসদ টিভির কথা।

সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচার, আবার-প্রচার এবং মাননীয় সংসদ সদস্যদের সংস্কৃতিগুণের পরিচয় তুলে ধরতে বছর কয়েক ধরে চালু হয়েছে সংসদ টিভি। তবু সংসদ অধিবেশনের সরাসরি সম্প্রচার থেকে নিস্তার নেই বিটিভির। সংসদ অধিবেশন চলার সময় একই সাথে সংসদ টিভি, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয় তা। জনতাকে গেলাতেই হবে মাননীয় সংসদ সদস্যের কু আর কূটতর্ক! তবে আর আলাদা করে এতো ঢাকঢোল পিটিয়ে সংসদ টিভি চালুর দরকার ছিলো কী? তিন. বিটিভির সংবাদ গিলতেই হবে... একটু পুরোনো প্যাঁচালে আসি। দুপুর দুটো থেকে পুরো বিকেলটা আমাদের কাটে বিটিভির দুইটার সংবাদ দেখে।

কেননা বিটিভির এ সংবাদ আমাদের বেসরকারি দূর-দর্শনগুলোর কেউ সরাসরি, কেউ ধারণ-প্রচার করে থাকে। লিখিত কোনো নির্দেশ নেই, তবু এটা করতে বাধ্য তারা। অলিখিত কিছু যখন বিনাবাক্যব্যয়ে মেনে চলতে হয়, সেখানেই মেলে স্বৈরতন্ত্রের বীজ! বিটিভির স্বৈরতন্ত্রের মহীরূহ আকাশ ফুড়ার আর বাকি নেই। তার আগে আমাদের ক্ষমতাসীনদের বোধোদয় হবে কী? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.