আমিও একজন মানুষ, ঠিক আপনার মতই, , , , , কালকে আমাদের জলিল ভাই রেডিও ফুর্তিতে কি যে কইলে প্রোগ্রাম শুনে মণে হচ্ছিল এটা বুঝি ইংরেজি শিক্ষার আসর চলতেছে।এত্তদিন বুঝি নাই যে আমি কানে কম শুনি, এটাও আগে বুঝি নাই যে ইংলিশ আমি জানিনা। আর এটাও কেন বুজতেছিনা,যে লোক SPEAK-রে ESPIK বলে সে কেমনে ইংলিশ মিডিয়াম থেকে পাস করে আসছে। আমি যেটুকু জানি বাংলাদেশের কোন ইংলিশ মিডিয়াম স্কুল এত্ত খারাপ পড়াই না ভাই, যদি বিন্দুমাত্র মিছা কথা বলে থাকি সবাই যেন আমারে ভোঁদার করেন, , ,নিজেই দেইখা লন্ লিংকঃ অনন্ত ভাইয়ের ইংরেজি শিক্ষার আসর] উনি বলতে চাইছে আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পাস করে আসছি তারা নাকি ইংলিশ বলতে পারিনা। আরে বেটা আমিও এরকম কোন প্রমান পাই নাই যে আমি কানে কম শুনি, এটাও আমি প্রমাণ সহ বলতে পারব তুমি ইংলিশ বলতে পারনা, তোমার তোতলামি দূর করতে পারে এমন কারো কাছে যাও তুমি রেডিওতে এসে আমাদের অপমান করে চলে যাবা, আর আমরা বসে বসে শুনব, এটা হবেনা। আমি সহ আমার আশেপাশের ৫০ জন দেখাতে পারব যারা বলবে অনন্ত ইংরেজি বলতে পারবনা, জলিল্লা ভাই বলল আমাদের নাকি কানে সমস্যা, আমরা নাকি উনার ইংরেজি বুঝিনা, ভাই, সমস্যা থাকলে আমার থাকতে পারে,বাকি ৫০ জনের কেন হবে? উনারে কেও ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া-এর ঠিকানা কেন দেয়না???? যদি কেও অরে ইংলিশ শিখায়তে পারে, তবে একমাত্র এই প্রতিষ্ঠান-ই পারবে। কালকে থেকে কানের ডাক্তারের কাছে রোগীর লাইন লেগে যাবে,আমিও নিজে কেমন জানি কম কম শুনতেছি, ভাল কোন কান বিশেষজ্ঞ এর ঠিকানা থাকলে দিয়েন,, , , , , বিঃ দ্রঃ উনি ভাল ছবি বানায়,সবাই দেখে, খুব ভাল। বাংলা সিনেমার এই পরিবর্তন দেখে আমারও ভাল লাগে, যাদের কাছে অনন্তকে ভাল লাগেনা তারা একশ্যন ছবি দেখে বলে হাসির ছবি দেখে আসছে। যার যা মতামত। কিন্তু উনি যখন উল্টা পাল্টা ইংলিশ বলবে, আবার বলবে আমাদের কানে সমস্যা, আমরা ইংরেজি জানিনা, তখন উনারে ভোঁদার করা ছাড়া কোন উপায় থাকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।