এক জন বাংলাদেশী নাগরিক জাপানে বেরাতে গিয়ে হোটেলে উঠল । রাতে হটাৎ টয়লেট চাপার পর বেচারা আর টয়লেট খুজে পায়না । কমোড দেখে জরুরী কাজ কিভাবে সারবে তা আর বুঝতে পারছেনা । কোন উপায় না পেয়ে শেষ-মেষ মোজার মধ্যেই কাজ শেষ করল । এখন এটা কোথায় রাখবে ত আর বুঝতে পারছে না। পরে বন্ধ থাকা সিলিং ফ্যান এ ঝুলিয়ে রাখল এই ভেবে যে সকালে ফেলে দেওয়া যাবে । অনেক আরামে বেচারা ঘুমিয়ে পরল । মাঝ রাতে হঠাৎ গরমে ঘুম ভেঙ্গে যাওয়ায় ফ্যানের সুইচ অন করে দিল । সকালে ঝখন ঘুম ভাঙ্গল চার দেওয়ালের অবস্থা দেখে বেচারার তো করুন অবস্থা শেষে এক জন মেথর কে ডেকে এনে বল্লো এগুলো পরিষ্কার করতে কত টাকা দিতে হবে ? সব দেখে মেথর বল্লো - ভাই আমাকে কোন টাকা দিতে হবে না, শুধু বলেন আপনি চার দেওয়াল ঘুরে ঘুরে এই কাজ কিভাবে সারলেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।