নচিকেতা রাজনীতি নিয়ে একটা গান লিখে জেল খেটেছেন। যে গান আমাদের দেশের রাজনীতি আয়না স্বরুপ। আজ আওয়ামী সরকারের মন্ত্রীত্ব বন্টন দেখে গানটা খুব মনে পড়ল, নিজে কয়েক বার শুনলাম, আপনাদের জন্যেও আনলাম আমি মূখ্য সূখ্য মানুষ বাবু কিছুই জানিনা এই এদেশের রং তামাশা কিছুই বুঝিনা আজকে যিনি দক্ষিনেতে, কালকে তিনি বামের আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। মিউজিক্যাল চেয়ার বানায়ে ফেলছে আর কি, যে পাচ্ছে বসে পড়ছে, চেয়ার খালি হলেই হোল।সে যে কোন চেয়ার হলেই হবে আর কি। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করছে ভিক্ষা। .............................................. ............................................ আরও আছে ডাউনলোড করে শুনুন আমি বললে জেল হতে পারে বেশি কিছু বলবনা, আমাকেও জেলে যেতে হতে পারে, গানটা শুনে আপনারাই বিচার করুন দেশের কি অবস্থা। আমি মূখ্য সূখ্য মানুষ বাবু কিছুই জানিনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।