আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবনের ক'তারিখ

দিব্যি ভুলে বসে আছ আজ শ্রাবনের ক‌‌' তারিখ, ক্যালেন্ডারের পাতা উল্টে দেখ স্মরণ আঝে কি না, এই দিন প্রথম পরস্পর পরস্পর চেনা জানা। আকাশ কোথাও কোথাও মেঘলা ছিল থেমে থেমে বৃষ্টি এল, হঠাৎ তুমি ছুটে এসে দাঁড়ালে আধ ভেজা শরীরে, আন মনে ছেড়ে দিরাম ছাতার একটি কোণা এই দিন প্রথম পরস্পর পরস্পর চেনা জানা। বৃষ্টি ছাড়তে বেশ সময় ততক্ষণে ইচ্ছে দৃষ্টি বিনিময়, কত কথায় কত বর্ষা গেল তারপর থেকে দু'জনে একসাথে বৃষ্টির ফোটা গোনা, এই দিন প্রথম পরস্পর পরস্পর চেনা জানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।