আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবনের এই সন্ধায়-

এসো নীপবনে শ্রাবনের এই সন্ধ্যায় জানালা গলে হুর হুর করে হাওয়া আসছে মাতাল করা হাওয়া, অথচ তুমি পাশে নেই। কি হ’ত পাশে থাকলে? কি জানি? তোমার হাতটি ধরে, তোমার চোখে চোখ রেখে কিছুক্ষন বসে থাকতাম, আমার শান্তি লাগতো- প্রচন্ড গরমে পাহাড়ি ছড়ায় গোসল করলে যেমন শান্তি লাগে অথবা সারাটা দিন রোজা রেখে ইফতারে ঠান্ডা সরবতে যেমন শান্তি লাগে অথবা দশ মাস গর্ভধারনের পর সন্তানের প্রথম চিত্কারে যেমন শান্তি লাগে অথবা সারা রাত শীতে কষ্টের পর সকালের নরম আলো যেমন শান্তি লাগে অথবা সমুদ্রে হারিয়ে যাওয়া নাবিক দূরবীনে হঠাৎ সমতলের দেখা পেয়ে যে শান্তি অনুভব করে অথবা কোন এক খরার দুপুরে আকাশ গর্জাতে গর্জাতে বৃষ্টি এলে কৃষক যে শান্তি অনুভব করে অথবা বহুদিন বহুদিন প্রতীক্ষার পর ভালোবাসার মানুষ কাছে এলে হৃদয়ে যে প্রশান্তি লাগে, তেমনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।