আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবনের ফুল

বিদায় - পথের নয়, পথিকের...

শ্রাবণের ঝরে পড়া অনাবিল জলে, মুক্তো কুড়োবো বলে.. অনেক... অনেক শ্রাবণের অপেক্ষায় ছুটে চলেছি মেঘ-বালিকার পানে.. অনেক শ্রাবণের জলে... যেখানে অস্ফুট অব্যক্ত হৃদয় কাঁদে নাকো চোখের জলে.... সেখানে উষ্ণ হৃদয়, শ্রাবণের জলে ভাসে... সেথা ইপ্সিত বুকের অসীম জাগরণে,চোখের জল শ্রাবনের ফুল হয়ে ফোটে; অনেক শ্রাবণের জলে..।। কোনো কোকিলের আকুল সুরে, জেগে ওঠা নতুন শ্রাবণের ফুল হাতে... এসেছি আবার..এসেছি আবারো আমার এই ভাঙা ঘরে.. জোনাকির নিঝুম আলো আমার অন্ধকার ঘরকে ভাসিয়ে নেবে বলে.... জোছনাকে রেখেছি উপেক্ষায়, অবিরত অপেক্ষায়...... যে ফাগুন আসে নূপুরের আধো আধো পায়ে.. তাকে ছুঁয়ে যেতে হয়, তাই হৃদয় ছুঁয়ে যায়.. অনেক কেঁদেছি আমি শ্রাবণের জলে... ফাগুনের আহবানে... হয়তোবা মোহন বাঁশির কোনো ছেঁড়া সুরে আজো.. আজো শ্রাবণের ফুল হাসে। আমি কখনো চাইনি সে সুর... অনেক...অনেক পেয়েছি বলে। ফাগুন তবুও আসে, যদিও বা হারায়েছি পথ, শ্রাবণ ভালবেসে। উৎসর্গঃ "শ্রাবণী" তোমাকে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।