আমাদের কথা খুঁজে নিন

   

দিনলিপি ১

এক্সক্লুসিভ একটি অন্য ধারার প্রতিষ্ঠান। ওয়েবসাইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এর পাশাপাশি রয়েছে নতুন লেখকদের জন্য বই প্রকাশের সুযোগ। ব্রুশিওর, ক্যালেণ্ডার, নিউ ইয়ার গ্রিটিংস, হস্তশিল্প ক্ষেত্রকে বিকশিত করার লক্ষ্যে রয়েছে ডিজাইন সেকশন। ডায়েরির পাতায় লেখা কথাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না কারো জীবন। এর ‍পিছনেও থাকে অনেক অলিখিত উপাখ্যান, না বলা কথার অষ্ফুট ধ্বনিমালা, অন্তরের অন্ধকারে শোনা যায় অনঙ্গের নগ্ন পদধ্বনি।

অন্তরালে সবসময় চাপা পড়ে যায় অব্যক্ত প্রসঙ্গ। রয়ে যায় চাওয়া না পাওয়ার যন্ত্রণা ও দহনের নীল ছবি। দিন ও রাত্রির অদৃশ্য শরীরে ছড়িয়ে আছে নানা স্মৃতি, রোদের হাসিতে, মেঘেদের রহস্যে , বাতাসের দোলায়। নিস্তব্ধ রাতের কালো দীর্ঘশ্বাসে খেলা করে স্মৃতির হিরন্ময় যাদু্ । হয়তো এই স্মৃতি কোনো এক মাহেন্দ্রক্ষণে জীবনকে দাঁড় করাবে সোনালী- রূপালী ‍যৌবনের হারিয়ে যাওয়া শ্রেষ্ট সময়ের মুখোমুখি।

স্বর্ণাভ কাগজে মু‍ড়িয়ে দেবে একখণ্ড অতীত , কোনো সুখ কিংবা দুঃখের স্মৃতি, হাসি আনন্দে ভরা প্রিয়জনের মুখ কিংবা বিষাদের দৃষ্টিতে ভেজা গভীর ‍চোখের সন্মোহিনী দৃষ্টি। হয়তো এনে দেবে হারিয়ে যাওয়া স্বপ্নের চাবি ক্ষণিকের জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।