আমাদের কথা খুঁজে নিন

   

দিনলিপি

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই সকাল ছয়টা কাটেনি আঁধার উঠিল বালিকা উনুনে চাপিল হাঁড়ি ব্যস্ত প্রহর উষ্ণ জলে হয়ত স্নান গুটি গুটি পায়ে কোলাহোল মোড় লাইন কিংবা চপল লাফ চার চাক্কায় ঘণ্টা পার মিষ্টি রোদে ৯টা হাসে বিদ্যা-কানন খুনটুসি হাসাহাসি উচ্চ গলা হয়তবা শব্দ কপি কালো ক্যানভাসের ভোঁ চোক্কর দালান সারি বইয়ের মেলায় নয়তো কিছু টুকিটাকি হাজিবাজি - নয়াহাট দ্বিপ্রহর আবার ফেরা জ্যাম পেরিয়ে যদি মেলে ভেঁপুওয়ালা ঘড়ি কাটা তিনের ঘরে ক্লান্ত দেহ শ্রান্ত মন জল ঢেলে কিছু গেলা ভেজা চুল শায়িত শরীর দৈনিক সমাচার একান্ত অল্প প্রহর কিন্তু মর জ্বালা ----৯০---২ গোধূলি আকাশ ঘোমটা টানা প্রভুর স্মরণ আবার উনুন যোগারমন্ত্র উল্টিয়ে যাওয়া ছাপানো হরফ রুজি না শেষবর্ষ চিন্তাডুপ মাঝে মাঝে বায়োস্কোপ বিগত রাত নিদ্রা দেবী লগ্ন এগার- দিনলিপি বহমান ______ বিদ্র : কেউ একজন বুঝেও বুঝে না ( দোষ নাই, উপায় নেই যে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।