আমাদের কথা খুঁজে নিন

   

দিনলিপি

হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে ভিরাই তরী..নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে...আমার মনের নোঙ্গর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে...

কয়দিন থেকে জ্বর। ঘুমাতে পারছি না। রান্না ও করতে পারছি না। বাইরে গিয়ে খাবার ও মুড নাই। কি যে খারাপ লাগছে।

মনে হচ্ছে আম্মু মাথার কাছে বসে থাকলে ভাল লাগত। দোয়া করেন সবাই। ফাইনাল এর আগে অসুস্থ হলে ভাল বিপদ এ পরে যাব। একটা গান সারাদিন শুনছি। কতবার ও ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণ এ দেব হৃদয়ও খুলিয়া...চরণ এ ধরিয়া তব কহিব প্রকাশ ই গোপন এ তোমারে সখা কত ভালবাসি.. ভাবছি দেবতার সাথে প্রেম করলে কেমন হয়! দেবতা বই...গান, ছবি..ভালবাসার জিনিস এর অভাব নেই দুনিয়ায়.. পহেলা বৈশাখ পাব না।

শাড়ি পরা হবে না। মন খারাপ লাগছে। মা গল্প করছে এইবার বৈশাখ এ কথায় যাবে কি করবে। আমার যে কিছুই হল না। জীবন যৌবন এমনি কেটে যাবে..ভুল শুধুই ভুল..ভুলে ভরা জীবন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।