আমাদের কথা খুঁজে নিন

   

দিনলিপি ১

হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে ভিরাই তরী..নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে...আমার মনের নোঙ্গর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে...

সব সময় মেজাজ খারাপ হলেই কেন লিখতে বসি বুঝি না। অনেকটা ডায়েরি লিখার মত হচ্ছে। তাই দিনলিপি নাম দিয়ে দিলুম। গত কিছুদিন মহা ব্যাস্ত গেল। ১ মাস পর ঢাকা আসব ইনশাল্লাহ।

তাই পড়াশুনা বাদ এও কাজ পরে গেসে। ব্যাংক এর কাজ। বাসা ভাড়া। নেক্সট ইয়ার কোন engineering এ ঢুকব সেটা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম environmental engineering পড়ব।

দেখি আমার দুখি দেশ টার জন্য কিছু করতে পারি কিনা পরাশুনা করে। এইবার এক গাদা প্লান নিয়ে আসছি। experience এর জন্য water and sanitation নিয়ে কাজ করব। সময় পেলে children and gender issue। আম্মুর এন জি ও তার জন্য ও কাজ করতে পারি।

বন্ধুদের সাথে ঘুরা আর সামার ক্লাস ত আছেই। ইসস বইমেলা টা মে মাস এ হলে কি হত!এত প্লান ভেস্তে না যায়!আম্মু পরশুদিন বলল দেশ এর অবস্থা ভাল না একা মেয়ে ঘুরতে পারবা না!!অনেক কষ্ট করে বুঝালাম.!শেষ এ বলল দিনে বের হতে দিবে!কানাডা র রাতে ঘুরা খুব মিস করব!তাও আম্মুর সাথে ৪মাস থাকার জন্য সব করতে রাজি! বাসায় তালা দিয়ে রাখলেও থাকব আর হাসিনা তোমাকে ১মাস এর সময় দিলাম। এর মাঝে খুন খারাবি কমাও। নইলে কিন্তু খুব খারাপ হবে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।