আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন ২০১৩

"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) মাননীয় রাষ্ট্র, 'ওয়ার অন টেররের' সুন্দর সিদ্ধান্তে এই জাতি আজ এতো বেশি পরিমাণে বিস্মিত হয়েছে যে নির্বাচনী আনন্দে কান্নায় আহা অনেকেই ঘুমিয়ে পড়েছে তথাপি জাগনা আছে বামদিক-দিয়ে-হাঁটা কতিপয় ঘাড়মোটা লোক ঘরের খায় বলেই ঘরের তাড়াতে মোষ যারা সর্বদা খোলা রাখে চোখ সে যাই হোক, আইন তো সংশোধন হয়ে গেলো এলা শুরু হতে পারে আইনের সুষ্ঠু প্রয়োগ যেমন ধরেন, বৃষ্টি এক বিরাট সন্ত্রাসী যখোন তখোন নেমে আসে এই বঙ্গের জমিনে মহান মার্কিন আর ভারতের অনুমতি না নিয়েই আসে মধ্যবিত্ত প্রেমিক আর প্রেমিকারা গোপন রিকশায় ভেজে লজ্জার মতোন সন্ত্রাসে অতএব, 'মৌলবাদী' বৃষ্টিরে নিষিদ্ধ করা হোক! আবার ধরেন, বাতাস এক বিশাল সন্ত্রাসী যখোন তখোন বয়ে যায় বঙ্গে কেমন বেগানা রাজাকারি রাজনীতি-শুয়োরের শীৎকার-কোনোদিনই কেয়ার করে না শ্রমিক কৃষক আর রিকশাঅলার জন্য রহমতের লাহান আসে বিশুদ্ধ নিয়তে অতএব, 'মৌলবাদী' বাতাসরেও নিষিদ্ধ করা হোক!! এবং এই বাংলাদেশে যা ও যারা আছে 'জাতীয় শত্রুর' তালিকায় তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর সুন্দরবন মধুপুর ও চিম্বুক পাহাড়ের জাতকজাতিকা এই সব সন্ত্রাসীরে ধরে তুলে দেওয়া হোক বিদেশি বণিকদের হাতে তারা খুন হয়ে যাক 'শান্তি'-'গণতন্ত্রের' কেএফসি-উজ্জ্বল রক্তপাতে শত্রু সম্পত্তি আইনটার নাম জাস্ট একটু এদিক ওদিক করে বহাল রাখার নির্দেশ দেয়া হোক কেয়ামত-না-আসা পর্যন্ত আফটর অল, আপনি পাক সার জমিনেরই এখনো লিগ্যাসি তো!!! এসব করলেই জানি সন্ত্রাস নির্মূল হয়ে যাবে দুনিয়ার সুখ উইথ ডিজুসেরা ডুগডুগি বাজাবে অতএব, হোক, হোক, হোক, আমরা দেখিয়া যাই প্রাণ ভরে চোখ ইতি, নিজভূমে পরবাসী জনগণ ক্ষণিকের অতিথি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.