আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হতে পারে জামায়াত।

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে সরকার। কোন প্রক্রিয়ায় এবং কোন আইনে সংগঠনটির বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নেয়া যায়-এসব বিষয় এরইমধ্যে চিহ্নিত করা গেছে বলে সরকারের বিভিন্ন সূত্র তথ্য দিয়েছে। সরকারের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে সূত্রগুলো জানায়, বর্তমান পরিস্থিতিতে সরকার মনে করছে যে, জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেয়া যাবে।

কারণ এ গ্রাউন্ডে জামায়াতকে নিষিদ্ধ করার আইনগত বৈধতাও অনেক বেশি। এ লক্ষ্যে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনে দ্রুত সংশোধনী আনবে সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ৬ (২) ধারায় বলা হয়েছে, “কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত বা অপহরণ করিলে বা কোনো ব্যক্তির সম্পদের ক্ষতি করিলে অথবা কোনো উদ্দেশ্য সাধনকল্পে কোনো বিস্ফোরক দ্রব্য, দাহ্য বস্তু বা অন্য কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করিলে বা নিজ দখলে রাখিলে তিনি ‘সন্ত্রাসী কার্য’ সংঘটনের অপরাধ করিবেন। ” এই ধারায় দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অনুর্ধ্ব ২০ বছর এবং অনুর্ধ্ব তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ড আরোপ করা যাবে। সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারায় ‘সংগঠন নিষিদ্ধকরণ’ শিরোনামে বলা হয়েছে, “এই আইনের উদ্দেশ্য সাধনকল্পে সরকার কোনো সংগঠনকে সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসংগত কারণের ভিত্তিতে, আদেশ দ্বারা তফসিলে তালিকাভুক্ত করিয়া নিষিদ্ধ করিতে পারিবে।

” নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্রে জানায়, জামায়াত নিষিদ্ধের আইনগত বিষয়টি চূড়ান্ত করতে কাজ শুরু করেছে সরকার। সরকার আইন বিশেষজ্ঞদের কাছ থেকে মতামতও গ্রহণ করা শুরু করেছে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনটিকে আরো সংশোধন করার বিষয় নিয়ে আলোচনা হয়। তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.