আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে শিক্ষা ও পুনর্বাসন

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বিশেষ সফলতা অর্জন করেছে সৌদি আরব। সমঙ্্রতি সৌদি আরব সরকার দাবি করেছে, এ সব কার্যক্রমে 80 থেকে 90 শতাংশ সফলতা পাওয়া গেছে। ওসামা বিন লাদেনের অনুসারি আলকায়েদা নেটওয়ার্কের সদস্যদের মানসিক সংস্কার ও পুনর্বাসনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখার এ উদ্যোগকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও স্বাগত জানিয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি তৎপরতা রোধে সৌদি আরব সরকার বেশ কঠোর। 2003-এ সন্ত্রাসবিরোধী লড়াই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে সে দেশে এ পর্যন্ত 140 আলকায়েদা জঙ্গি নিহত হয়।

সৌদি আরব সরকারের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি জানিয়েছেন, জঙ্গি পুনর্বাসন কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় 2 হাজার জঙ্গিকে আনা হয়েছে। 7 শ' জঙ্গি এরই মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে গেছে বলেও জানিয়েছেন তিনি। 2001-এ আফগানিস্তানের তোরাবোরা গুহা থেকে আটককৃত জঙ্গি আবু সুলায়েমান বলেন, এ কার্যক্রমের মাধ্যমে তিনি জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন। বর্তমানে একটি কমঙ্ানিতে ফিনান্সিয়াল এনালিস্ট হিসেবে কাজ করছেন। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে।

10 সপ্তাহব্যাপী এ প্রকল্পে মানসিক চিকিৎসা সেবা ছাড়াও যোগ্যতা অনুযায়ী চাকরির বন্দোবস্ত করছে সৌদি আরব। এ প্রকল্পের সুবিধা ভোগকারী অপর এক জঙ্গি আবু খালিদ জানান, এ প্রকল্পের মাধ্যমেই তিনি জানতে পেরেছেন যে তিনি ভুল পথে যাচ্ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.