আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসবিরোধী যুদ্ধ; ঐতিহাসিক প্রেক্ষাপট



'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' কথাটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে আফগানিস্তান, ইরাক, বুশ, ব্লেয়ার এই সব প্রতিচ্ছবি। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বহুল আলোচিত শব্দগুলোর একটি হলো এই সন্ত্রাসবিরোধী যুদ্ধ। ৯/১১র আগে এই শব্দটি শুনেছি বলে আমার মনে পড়ে না। কিন্তু এই কথাটির বয়স অনেক। সন্ত্রাসবিরোধী যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করে পাশ্চাত্য সংবাদ মাধ্যমগুলো উনবিংশ শতাব্দীর শেষের দিকে (উদাহরন - New York Times, April 2, 1881)।

এটি ব্যবহৃত হয় তৎকালীন ইউরোপিয় ও মার্কিনি নৈরাজ্যবাদী দলগুলোর বিরুদ্ধে যারা প্রায়শই আক্রমন চালাতো সরকারী কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাদের উপরে। এর এই শব্দটি পুনরায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিংশ শতাব্দীর ত্রিশ ও চল্লিশের দশকে। ঐ সময় ফিলিস্তিনের ব্রিটিশ শাসকরা সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষনা করে কতগুলো গুপ্ত সন্ত্রাসীদলের বিরুদ্ধে। দলগুলো ছিলো (আশ্চর্যের বিষয়) ইর্গুন ও লেহি - দুইটি ইস্রাইলি ইহুদী জংগী সংগঠন। ইরগুন দলটির জঙ্গীদেরকে পরবর্তীতে ইস্রাইলি সেনাবাহিনীতে নিয়ে নেয়া হয় আর ইর্গুন কালক্রমে পরিনত হয় বর্তমান ইস্রাইলের ক্ষমতাশীল লিকুদ দলে।

আর লেহির ইতিহাসতো আরও অসাধারন। লেহি দলটি গঠিত হয়ছিলো গোড়া ইহুদী মৌলবাদী ও ইহুদী নাৎসীদের নিয়ে (ইহুদী নাৎসী!!! - অবিশ্বাস্য কিন্তু সত্য)। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলও এদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্ণিত করে। কিন্তু ইস্রাইল এই দলের সকল সদস্যদের প্রতি ক্ষমা ঘোষনা করে। এখানেই কাহিনী শেষ নয়, ইস্রাইলি সেনাবাহিনীর একটু খুব গুরুত্বপূর্ণ পুরষ্কার হলো 'লেহি ফিতা (Lehi ribbon)'।

প্রাক্তন ইস্রাইলি প্রধানমন্ত্রী ইৎসাক শামির লেহি দলের একজন নেতা ছিলেন। এখন প্রশ্ন হলো বর্তমান সন্ত্রাসবিরোধী যুদ্ধ প্রথমে কার বিরুদ্ধে শুরু হওয়া উচিৎ ছিলো? কি হাস্যকর প্রশ্ন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.