আমাদের কথা খুঁজে নিন

   

মুদ্রার এ পিঠ ওপিঠ...

মুদ্রার এক পিঠে বিশ্বাসভঙ্গের দাগ। আরেক পিঠে নতুন বিশ্বাস এর হাত ছানি... কিন্তু জীবন আটকে থাকে- মুদ্রার যে পিঠে দাগ মুছে যায় না। সেখানেই অবষিষ্ট আধখানা জান নিয়ে ভালো থাকার চেষ্টায় ব্যস্ত সময় কেটে যায়। ... তোমাকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে,যখন আমি তোমার ছিলাম-এখন যেমন করে বার বার,বার বার ভালোবাসার কথা বলো- সে সময় এত প্রেম কোথায় ছিল?!আমার কষ্ট হয় না, হাসি পায়। কারণ, যে স্বপ্ন হাসিলের উদ্দেশ্য নিয়ে আমাকে বিয়ে করে জীবনের সব চাইতে বড় সমঝোতাটা করে ছিলে (আমাকে বলেছিলে) সেটা সফল হয়নি বিধায় তোমার সকল আফসোস! তুমি ভুলে যাচ্ছো, তোমার প্রতিটি কথার পেছনে কি ভাবনা থাকে, প্রতিটি কাজের কি উদ্দেশ্য-তার কোন কিছুই আমার অজানা নয়।

তোমার মুখ থেকে এক সময় একটু ভালোবাসার কথা শোনার জন্যে উন্মুখ হয়ে থাকা এই আমি আজ অনেক বদলে গেছি। আমার অন্তরের কপাট এমন শক্ত করে বন্ধ হয়ে আছে ,আমার নিজেরও সাধ্য নেই খোলার। তুমি আমার ভতরে ছড়িয়ে দিয়েছ অবিশ্বাসের বিষ,যা আমার প্রতিটি শিরা আর উপশিরায় বহমান,দিন রাত। আমি হয়ে পড়েছি মায়া শুন্য,অসার প্রাণ,পাষাণী এক নারী... তোমার হাস্যকর সব প্রচেষ্টা দেখি আর ভাবি। যে উদ্দেশ্যেই এত কিছু করে থাকো না কেন, তার পেছনে হোক তা না পাবার আফসোস, কিংবা সত্যিই বিন্দু মাত্র আমাকে হারানোর কষ্ট থেকে, আমি কিছুটা উপভোগ করছি।

যে আমার কলিজা ভেঙ্গে চুরমার করে দিলো, তাকে এইটুকু কষ্ট দেবার ক্ষমতা চাওয়াটা কি খুব বেশী অন্যায় হয়ে যাবে? হলে হোক, সে না হয় আমার মতন শত বার নয়, একটিবার মরে দেখুক কি যন্ত্রণায় পুড়ে আজকের এই আমিতে পরিণত হয়েছি..... ‘আমি এখন অন্য মানুষ ভিন্নভাবে চোখ তুলে চাই খুব আলাদা ভাবে তাকাই...’.... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.