আমাদের কথা খুঁজে নিন

   

"মুদ্রার এপিঠ ওপিঠ"



মহাজোট সরকারের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমদের সন্তান তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, "বর্তমান সরকার বিচার বহির্ভূত হত্যাকান্ডের পক্ষে নয়, তবে সন্ত্রাসীদের মোকাবেলায় পুলিশের নিজস্ব নিরাপত্তা রক্ষায় আইনসম্মত এনকাউন্টারের পক্ষে" (সূত্র: Click This Link)। আমার কোন লজ্জা, দুঃখ, রাগ, অভিমান, ক্ষোভ, বিক্ষোভ কিচ্ছু হচ্ছে না। আমরাতো আর রক্ত-মাংশে গড়া কোন মানুষ নই। আমাদের বিবেকটা ভোতা হয়ে গেছে। কোন সভ্য সমাজ বিচার বহির্ভূত হত্যাকান্ড তথা বিনা বিচারে মানুষ খুনকে অনুমোদন দিতে পারে না।

দুর্নীত-হত্যা-সন্ত্রাস-নির্যাতন আর দুঃশাসনে চ্যাম্পিয়ন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে 'এনকাউন্টার' এবং 'ক্রসফায়ার' এর নামে মানুষ খুনের মিথ্যা সাজানো বানোয়াট গল্প নাটক এর সূচনা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে, বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করা হবে। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ক্রসফায়ার ও এনকাউন্টার বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কিছুদিন হলো আবার শুরু হয়েছে বিনা বিচারে মানুষ হত্যা। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী "ঘাড়ের নাম গর্ধনা গর্ধনার নাম ঘাড়" অন্য কথায় বিচার বহির্ভূত হত্যাকান্ডকে সমর্থন করেন না বলে আসলে সমর্থনই করেছেন।

মহাজোট সরকার কোন কারচুপির সাজানো নীলনকশার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসেনি। রীতিমত গণসমর্থন ও গণজোয়ারের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। দেশবাসির প্রত্যাশা ছিল, জনগণের এই সরকার গণতন্ত্রে, আইনের শাসনে বিশ্বাস করবে। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে সেটা প্রতীয়মান হচ্ছে কিনা তা জনগণই বিচার-বিশ্লেষণ করবেন। আমরা শুধু বলতে চাই, সন্ত্রাসী-চাঁদাবাজ কিংবা অন্য যে কোন অপরাধীদের বিচার অর্থ বিনা বিচারে হত্যা নয়।

প্রত্যেকটি মানুষের (হোক না কোন দুর্ধর্ষ সন্ত্রাসী-খুনি) বাঁচার অধিকার রয়েছে। অপরাধের বিচার হবে দেশের প্রচলিত আইনের মাধ্যমে। 'বিনা বিচারে মানুষ হত্যা অব্যাহত রাখতে চাইলে দেশের সমস্ত আদালত, বিচার ব্যবস্থা, আইন-কানুন সব বাতিল করে দেয়া হোক। ' অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, বিএনপি-জামায়াত জোট সরকার আর মহাজোট সরকার অন্ত:ত ক্রসফায়ার-এনকাউন্টার তথা বিনা বিচারে মানুষ হত্যার ক্ষেত্রে "মুদ্রার এপিঠ ওপিঠ" আর কি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.