আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় চ্যানেলে বাংলাদেশকে নিয়ে আবারো আপত্তিকর কথাবার্তা। তিব্র প্রতিবাদ জানাই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ গত রাতে কোন কিছুই ভাল লাগছিল না। গভীর রাতে মাঝে মাঝে এমন হয়। কি করে সময় পার করি ভাবতে ভাবতে হটাত চোখের সামনে এসে পরল ভারতীর কমেডি শো- 'লেট নাইট শো'। ভাবলাম কমেডি দেখে একটু মনে শান্তি আনি।

কিন্তু একি?? মেজাজ চড়ম বিলা হয়ে গেল। কিছুতেই মানতে পারছি না যে, কি করে তারা বাংলাদেশকে নিয়ে এমন শো করে, এবং পরিচালক এগুলোকে অনুমতি দেয়। তাও এক পর্বে নয়। আমি চার পর্ব দেখেছি তার মধ্যে দুই পর্বেই বাংলাদেশকে তাচ্ছিল্য করা হলো। বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্রপ্রতিবাদ জানানো উচিত।

১) ভিডও: http://hdshows.info/viewshow.php?file=xr5fec ভিডিওটির তিনমিনিটের সময় উপস্থাপক কমিডিয়ান 'সুমিত রাঘবান' তাদের প্রধান মন্ত্রীর বরাত দিয়ে বলেন- প্রধানমন্ত্রী এক ভাসনে বলেন যে, ২৫% বাংলাদেশী ভারতকে ঘৃণা করে। উপস্থাপকের বক্তব্য- তাইবলে কি আমরা তাদের দু'শ মিলিয়ন ঋণ মাফ করে দিব?? উপস্থাপক আরো বলেন, আরে ভাই ২৫% বাংলাদেশীইতো পারবে ভারতকে ঘৃণা করতে, কারণ বাকি ৭৫% বাংলাদেশীতো ভারতেই থাকে। এরপর উপস্থাপক মজা করে বলেন: পিএম'কে প্রশ্ন করা হলো, আপনি কীভাবে এই ২৫% এর হিসেব করেলন?? উত্তরে পিএম বললেন, এটা অনেক সহজ। আমি বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ক্রিকেট খেলতে দেখেছি। সেখানে বাংলাদেশের প্রতি চারজনে একজন রান করে।

মানে ভারতকে ঘৃণা করে। হয়ে গেল ২৫%। ২) http://hdshows.info/viewshow.php?file=xqsxmr ভিডিওটির ২ মিনিট ৫৫ সেকেন্ডে ঐ একই উপস্থাপক মুম্বাই পুলিশের কয়েকজন অপরাধিকে ধরে দেয়ার জন্য ১৫০০০ টাকা করে পুরুস্কার ঘোষনা করে। উপস্থাপক এটা নিয়ে খুব মজা করতে থাকে যে, একজন দাগী আসামীকে ধরে দেয়ার জন্য মাত্র ১৫০০০ টাকা ইনাম? এটাতো ভাই অপরাধীর জন্য বরই অপমানজনক। বরং এই টাকার লোভে শ'খানেক বাংলাদেশি ঢুকে যাবে এই দেশে।

আমি জানিনা এই ধরনের বিষয় গুলি তদারকি করার জন্য বাংলাদেশ সরকারের কোন বিশেষ বাহিনি আছে কি নাই, যদি থেকে থাকে তবে গত ২৭ই মে'তে অনুষ্ঠানটি হলেও এখন পর্যন্ত এ নিয়ে কোন কথা শুনলাম না? আর যদি না থাকে তবে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি অনুরুধ জানাচ্ছি। এবং অবিলম্বে কালার টেলিভিশনের এই 'লেট নাইট শো' প্রোগ্রাম বন্ধ করার দাবি জানাচ্ছি। সবাই চ্যানেল বরাবর ইমেইল করে বাংলাদেশ নিয়ে কোন ধরনের কমেডি না করার আহ্বান জানান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.