আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় করিডোর

দেশের সড়কগুলোর অবস্থা বেগতিক হলেও এরই ওপর দিয়ে ব্রাহ্মনবাড়িয়ায় চলাচল করছে প্রায় সাড়ে তিনশো টন ওজনের ভারতীয় পণ্যবাহী ট্রেইলার। আর তা কোনভাবেই মানতে পারছেন না স্থানীয়রা। সড়ক ব্যবস্থার উন্নয়ন না করায় এইসব ট্রেইলাররের কারণে দেশের গাড়ী চালকরা পড়ছেন নিত্য নতুন ভোগানত্দিতে। এলাকা কাঁপিয়ে দাঁপিয়ে চলছে দীর্ঘকায় এসব ভারতীয় ট্রেইলার। সামনে পেছনে রয়েছে সরকারের পক্ষ থেকে কড়া পুলিশী পাহারা।

যে সড়কের ওপর দিয়ে ১০ টন ওজনের মালামাল নেয়াটাই ঝুঁকিপূণর্, সেই সড়কের বুক চীরে চলছে ৩২৫ টন ওজনের পণ্যসহ ১৩৬ চাকার দীর্ঘকায় গাড়ী। ব্রীজ-কালভার্টের পাশ দিয়ে নির্মিত অস্থায়ী ডাইভার্সন রোডগুলোতে অতিরিক্ত ভারে কখনো কখনো আটকা পড়ছে ট্রেইলার। দেশের গাড়ি চালকেরা বলছেন, এভাবে ভারতের ভারী যানবাহনের চলাচলে তাদেরকে পড়তে হচ্ছে বহুবিধ সমস্যায়। আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যনত্দ দীর্ঘ সড়কের কিছু অংশ ভালো থাকলেও বাকী অংশের এমনই বেহাল দশা। আর তার ওপর দিয়েই চলছে ট্রানজিটের পণ্যবাহী গাড়ী।

যার প্রতিবাদে সোচ্চার এলাকাবাসী। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও স্বীকার করে নিলেন এলাকাবাসীর অভিযোগ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.