আমাদের কথা খুঁজে নিন

   

পরকীয়ার গল্প বানিয়ে হত্যাকে জায়েজ করা যায় না!!

সমাজকর্মী একজন নারী নির্যাতন কিংবা হত্যার স্বীকার হলেই তাঁর নামে পরকীয়ার গল্প সাজানো একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। অথচ নির্যাতনকারী কিংবা হত্যাকারীর সম্পর্কে কিন্তু এমনটি হচ্ছে না। সাংবাদিক রুনি সম্পর্কে এটিএন বাংলার চেয়ারম্যান মিঃ মাহফুজুর রহমান নিজেকে বাঁচানোর জন্য একই ধরনের গল্পের অবতারনা করলেন শেষ পর্যন্ত। তাও আবার দেশে বসে সেই গল্প বলার সাহস পেলেন না। দেশের মানুষের সামনে বললে যদি গলা টিপে ধরে। তাই তিনি ...লন্ডনে বসে এমন গল্পের অবতারনা করলেন। মিঃ মাহফুজুর রহমান, গল্প আপনি যাই বলুন না কেন...সে দিয়ে কাজ হবে না। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? সাগর-রুনি'র হত্যাকারী হিসেবে অনেকের আঙ্গুল কিন্তু আপনার দিকেই এবং রুনি সম্পর্কে আপনার বানোয়াট গল্পের কারনে, সেটা আরো পরিপূর্ণতাই পেয়েছে। আর হ্যাঁ আরেকটা কথা, রুনি যদি পরোকীয়া করেও থাকে....তাই বলে তো আর তাঁকে হত্যা করা জায়েজ হয়ে যায় না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.