আমাদের কথা খুঁজে নিন

   

কখনো কখনো বলার কিছু থাকে না।

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল আপডেট আবদুল্লাহ আবু সায়ীদ কি বলেছিলেন। আর সংসদ সদস্যরা কি বললেন? সংসদ সদস্য হয়েছেন বলেই কি যা খুশী তাই বলতে পারেন? কোনো প্রমাণ ছাড়া? বাংলাদেশের রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা কি? কোনো নেতার পরিবারের আত্মীয় হওয়া? অনেক টাকার মালিক হওয়া? ষাঢ়ের মতো কণ্ঠ থাকা? না কি? শেখ সেলিমরা কত পাওয়ারফুল। মন্ত্রীর গালে চড় মারতে পারেন, অন্যের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন তারপরও তাদের কিছু হবে না। মানুষ তাদের পেছনেই লাফ পাড়বে।

হায়রে মানুষ, নিজের মাথায় নিজেরা ঘোল ঢেলে নিজেরাই আহাজারি করে। আগের পোষ্টটা ছিল পুলিশকে নিয়ে এখন কেবল পুলিশ নয়। রাজনীতিকরাও একই দলে নাম লিখিয়েছে। আপডেট শেষ পুরানো পোষ্ট কখনো কখনো বলার কিছু থাকে না। বলতে রুচি হয় না।

তখন মুখ বুজে বুজে নিজেদের কষ্ট পেতে হয়। মনোবিজ্ঞানীরা বলেন এটা মনোজগতের জন্য ভাল না। এতে বিষণ্ণতা বাড়ে। তারপরও বলার যখন কোনো রুচি হয় না তখন আর কি বলবো? পুলিশ আসামী ধরে প্রতিপক্ষের হাতে তুলে দেয়। পুলিশ কোর্ট প্রাঙ্গনে মহিলার প্রতি অসম্মান করে।

পুলিশ কর্তব্যরত সাংবাদিকদের উপর লাঠি চালায় বিনা উস্কানীতে। আবার সেই পুলিশের সমর্থনে স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিমন্ত্রীরা সাফাই গান। পুলিশ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের দু চার জন মানুষের বা তার চেয়ে বেশি মানুষের কারণে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর কলংক সৃষ্টি করছে তা কেউ যেন বুঝতে পারছে না। একথা ঠিক যে আইন শৃঙ্খলা আমাদের পুলিশ দিয়েই রক্ষা করতে হবে।

কর বিভাগ দিয়েই কর আদায় করতে হবে। সচিবালয় দিয়েই দেশ চালাতে হবে। কিন্তু তার মানে তো এই নয় তারা কেউ উত্তরাধিকার সূত্রে জমিদারী পেয়েছে এবং যা খুশি তাই করে যাবে? এই সরকারের আমলে পুলিশদের বেতন ভাতা বেড়েছে। কেউ কেউ ২য় শ্রেণী থেকে ১ম শ্রেণীর মর্যাদা পেয়েছেন। কিন্তু তাদের কার্যক্রম তো নেমে গেছে ৪র্থ শ্রেণীতে।

মহিলাদের সাথে ট্রিটমেন্ট করার জন্য মহিলা পুলিশ তৈরী করা হয়েছে কিন্তু অতি উতসাহী পুরুষ পুলিশ এখন মহিলাদের সাথে অন্যায় আচরণ করছে (নাকি বাংলাদেশে লিংগভেদ উঠে গেছে?)। আর এই পুলিশ বাহিনীকে প্রশ্রয় দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। পুলিশ বাহিনীর এই বেপরোয়া হয়ে ওঠার মূল কারণটি রাজনৈতিক, নাকি হতাশা, নাকি অন্য কোনো কারণ সেটি অন্তত মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পারেন। একটি জনপ্রিয় (অন্তত ভোটের বিচারে) সরকারও কিভাবে অজনপ্রিয় হয় সেটা দেখার জ্ন্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা অন্তত বাংলাদেশ কে বেছে নিতে পারেন। ' এই পুলিশ অনেক জঙ্গী ধরেছে (আবার তাদের ছত্রছায়ায় জঙ্গীরা এক সময় মিছিলও করেছে) এই পুলিশ গাড়ী চোরদের অনেক চক্র গ্রেফতার করেছে।

মাদক ব্যবসায়ের বিরুদ্ধে কাজ করছে। অনেক চাঞ্চল্যকর মামলার জট খুলেছে। বিদেশে শান্তি মিশনে কাজ করে দেশের জন্য সুনাম কুড়িয়েছে। কিন্তু তাতে কি? এক মন দুধে এক ফোটা গরুর চোনা (পেশাব) পড়লে সেই দুধ কি খাওয়ার উপযুক্ত থাকে? ? আমি জানি এই বলাটা অর্থহীন এবং এই বলাটা কোনো কাজে আসবে না। কিন্তু কিছু না বলার জন্য বুকটা যে চেপে আছে তা হয়তো কিছুটা কমে যাবে।

আর কারো জন্য না। বললাম নিজের জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.