আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে মরলি কে?

হরতালে মরলি কে? লুৎফর রহমান রিটন কেরে তুই মরে গেলি? --সামান্য ড্রাইভার!! আমার সময় নেই তোর দিকে চাইবার। আমরা সুশীল, থাকি সমাজের উচ্চে হয় কিছু? মরে গেলে তোর মতো তুচ্ছে!! বলতে লজ্জা নেই বলি তোর সামনেই তোর মতো মানুষের জীবনের দাম নেই। রাজনীতি-অগ্নিতে তোরা হলি জ্বালানি তোরা হলি কুদ্দুস! তোরা হলি ফালানি! তোর মতো গোটাকয় মরে যদি আগুনে কোকিলটা ডেকে ওঠে ক্ষমতার ফাগুনে। বোকারাম হরতালে নেতা মরে? মরে না! মরবার তরে নেতা হরতাল করে না। হরতালে পিকেটিঙে নেতাদের লাভ হয় রাজপথ গরিবের খুনে সয়লাব হয়।

দিনে এনে দিনে খাওয়া মানুষের কষ্ট সাধারণ মানুষের জীবিকাও নষ্ট। আন্দোলনের নামে পাবলিক লাশ হয় ক্ষমতায় যাইবার নয়া অবকাশ হয়। সুতরাং মর তোরা উজবুক বোকারা কিলবিল করে বাঁচা নামহীন পোকারা। লাশ হয়ে পড়ে থাক রাস্তায় সিঁড়িতে হাওয়া বুঝে বসে যাবো ক্ষমতার পিড়িতে। তোর তরে শুধু কাঁদে তোর বউ-কন্যা রাজনীতিবিদদের আনন্দ-বন্যা।

আগামীতে তোর ছেলে জানি পুড়ে মরবে আমাদের ক্ষমতার উপযোগী করবে। কায়ক্লেশে বেঁচে থাক তুচ্ছাতিতুচ্ছ এই তুই বুঝেছিস? এই তুমি বুঝছ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।