আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে একদিন

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

একদিন হরতালে গিন্নি বলেন, বাজার নইলে খাদ্য নেই কপালে। মামুন সাহেব ঘরে। ভিপিএন আর ল্যাপ্টপ নিয়ে ছিলেন আয়েস করে। ধান্দা ছিল খেলা দেখার বিশ্বকাপের জয়জয়কার। করছে সবাই অফিস কামাই এই সুযোগটা কাজে লাগাই।

গিন্নির এই আক্রমণে পড়লো মাথায় বাজ। কোথায় গেল খেলা দেখা, ঘরে বসে কাজ? হরতালেও ব্যস্ত ঢাকা, ধুমায়ে চলে রিক্সার চাকা। মামুন সাহেব ঘরের বাহির চটের থলি হাতে। মানিব্যাগে অল্প টাকা, বাজারের লিস্ট সাথে। ঘন্টাখানিক দরাদরি জিনিস নিয়ে কাড়াকড়ি, অল্প সওদা, অনেক দাম, খসলো টাকা, ঝরলো ঘাম।

বাজার শেষে ক্লান্ত মামুন চলেন বাড়ির দিকে। অশ্রুসিক্ত চোখে। ক্যাম্নে কী? চোখে পানি?? কী হচ্ছে চারপাশে? পুলিশ ছুঁড়ছে টিয়ার গ্যাস সবাই ছুটছে ত্রাসে। তারপর কী হলো? বাজার-খেলা-টিভি দেখা মাথায় উঠে গেলো। আমি বাপু ক্ষ্যান্ত দিলাম।

গল্প বলা শেষ। তোমরা বসে ভাবো এখন কী হলো শেষমেশ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।