আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে কার কি অর্জন হলো ?



সকলের কাছে জানতে ইচ্ছা করে গত দূইদিনের হরতালে কার কি অর্জন হলো ? বিরোধী দলের ডাকা হরতালে তাদেরই কিছু অর্জন হওয়ার সম্ভাবনা বেশী । যেহেতু হরতাল ডাকা হয়ে গেছে সেহেতু সরকারের কিছুই করার ছিলো না । সরকারের যেটুকু করার ছিলো সরকার সেটুকু করার চেষ্টা করেছে । তবে বিরোধী দলের যে দাবী সে দাবী অনুসারে সংবিধান অবমাননা করতে সরকারকে উৎসাহী করে, যা কি না সরকার করে নাই । সরকার বিরোধীদলের দাবী অনুসারে পারে নাই শুধু সংবিধান অবমাননা করতে ।

বাকী সবই করেছে । হরতাল ডাকার কারণ হিসাবে আলোচনাকেই বিরোধী দল প্রাধান্য দিয়েছিলো । কিন্তু সরকার যখন আলোচনার আয়োজনের উদ্দোগী হলো তখন যেন হরতাল ডাকার যৌক্তিকতা সম্পুর্ণরুপে  গৌণ হয়ে গেল । যদি দেশের একজন সাধারণ নাগরীক হিসবে রাজনীতিবিতদের আলোচনার প্রসংগটি বাদ দেই তবে আমাদের প্রাপ্তি হরতাল । রাজনীতিবিদদের হরতাল যখন ডাকা হয়ে গেছে কে ডেকেছে কেন ডেকেছে সেই প্রসংগেও যদি না যাই তবে অবশ্যই আমরা দেশের ক্ষতির ব্যাপারে ভাববার অধিকার থেকে অবশ্যই বঞ্চিত হবো না ।

কত মানুষের মৃত্যু হলো, কত কত গাড়ি পোড়ানো হলো, রোলগাড়ি পোড়ানো হলো, কল কারখানায় উৎপাদন বন্ধ ছিলো তাতে করে আমাদের দেশেরইতো ক্ষতি হলো । ব্যক্তি মালিকানার গাড়ির হিসাব বাদে গতকাল বিআরটিসির ছয়টি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলো । প্রতিটি বাসের মূল্য এক কোটি টাকা । তার মানে একটি বিআরটিসি বাসের মূল্য হিসাব করলে একজন নাগরীকের ক্ষতি হয়েছে ০.০৬ টাকা । ছয়টি বাসের মূল্য হিসাব করলে একজন নাগরীকের ক্ষতি হয়েছে ০. ৩৭ টাকা ।

যদিও এসব ক্ষতি সরাসরি গায়ে লাগার মত না তবুও দেশের ক্ষতি হলো । জীবনের মূল্যে হিসাব কোনদিন করতেও পারবো না । যারা মারা গেছেন তাদের পরিবার ভুগবে । কিন্তু যারা হরতালের ডাক দিয়ে জীবনগুলি কেড়ে নিলো তাদের পাওনা কি হলো ? তাদের পাওনা যদি হয়েও থাকে তবে কেন তারা তাদের নিজেদের জীবন না দিয়ে অন্যের জীবনের বিনিময়ে নিজেদের পাওনা নিশ্চিত করেন । দেশের সাধারন মানুষগুলিও কি সরল হিসাবটা বুঝবে না ।

তাদেরকে বুঝানোর দ্বায়ীত্বটা কার ? হরতাল যদি দেশের ভিতরে অরাজকতা সৃষ্টির কারন হয় তবে কি হরতাল ডাকা উচিৎ । যে দলই হরতাল ডাকুক নিজেদের লাভের জন্যই ডাকে । ক্ষতি ভোগান্তি যা যা হবার হয় আমাদের সাধারণ জনগনের । পূবর্ের হরতালগুলি ডাকার নূন্যতম কারন ছিলো কিন্তু এবারের হরতালের কোন কারণ ছিলো না । হরতাল ডাকার পরে কারণ সৃষ্টি করতে হয়েছিলো(দেড়িতে ফোন করা), যদিও সরকার প্রদত্ত সময়ের মধ্যেই আলোচনার উদ্দ্যোগ গ্রহন করেছিলো ।

হরতালের লাভ ক্ষতি হরতাল শেষ হবার পরেই বুঝা যাবে । কিন্তু ক্ষতি হলো আমাদের সাধারন জনগনের ।  প্রধান ক্ষতি সন্তানদের লেখাপড়া । নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।