আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে সতর্কতা

তারপরেও জীবনের প্রয়োজনে ঘর থেকে বের হয় মানুষ। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নগরের পুলিশ সবসময়ই সচেষ্ট থাকেন।
কোনো কোনো সময় পুলিশের পক্ষে সবদিক সামাল দেওয়া সম্ভব হয় না। এক কারণে হরতালের সময় সতর্ক থাকতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের ফেইসবুক পেইজে বেশ কিছু নিরাপত্তা পরামর্শ প্রকাশ করেছে।
সেই সঙ্গে যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধও করা হয়েছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেইসবুক থেকে প্রাপ্ত নিরাপত্তা পরামর্শগুলো হল:
 
গাড়িতে অগ্নিসংযোগ রোধে করণীয়
* হরতালের আগের দিন অপরাহ্নে এবং হরতালের দিন ড্রাইভারবিহীন অবস্থায় যেখানে সেখানে গাড়ি পার্ক করে রাখবেন না।
* শুধুমাত্র স্থানীয় পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে বাণিজ্যিক গাড়ি পার্ক করুন।
* হরতালের আগের দিন এবং হরতালের দিন নিজস্ব লোক মোতায়েন ব্যতিত কোনো ওয়ার্কশপ ও পেট্রোল পাম্পে গাড়ি পার্ক করবেন না।
* বাসে কিংবা যাত্রীবাহী যানবাহনে কোনো ব্যক্তি যেন বোতল, ক্যান কিংবা অন্য কোনো পাত্রে
পেট্রোল কিংবা দাহ্য পদার্থ বহন করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন।
* বাসের পেছনের সিটের যাত্রীদের সবাই সবাইকে লক্ষ রাখবেন।

সন্দেহভাজন ব্যক্তিদের ট্যাক্সি, ক্যাব বা সিএনজিতে যাত্রী হিসেবে নেবেন না।
* যাত্রী ফাঁকা কিংবা অপেক্ষাকৃত নীরব এলাকায় গন্তব্য নির্ধারণ করে যেতে চাইলে সতর্ক থাকবেন।
* মালিক বা পরিচয়বিহীন ড্রাইভারকে আপনার গ্যারেজে গাড়ি পার্ক করতে দিবেন না।
* প্রত্যেক গাড়িতে এক বা একাধিক অগ্নিনির্বাপক বহন করুন।
* যাত্রাপথে সন্ত্রাসীদের হামলার শিকার হলে গাড়ি না থামিয়ে দ্রুত সেই জায়গা ত্যাগ করুন।


 
ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় করণীয়
* হরতালে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে সকল ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখে সিসিটিভি ব্যবহার করুন।
* ধ্বংসাত্মক মিছিল বা পিকেটারদের বিষয়ে নিকটতম থানায় পরিস্থিতি সম্পর্কে দ্রুত অবহিত করুন।
* মার্কেট চলাকালে মালিক এবং কর্মচারীকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিন।
 
পেট্রোল পাম্পে করণীয়
* পেট্রোল পাম্পে সিসিটিভি ব্যবহার করুন।
* খোলা পেট্রোল, ডিজেল বা অন্য দাহ্য পদার্থ বিক্রি ও বহন থেকে বিরত থাকুন।


* পেট্রোল পাম্পের ভেতরে ঢোকার আগে প্রতিটি গাড়ি তল্লাশি এবং পরীক্ষা করুন।
* হরতালের দিন গাড়ির ড্রাইভার বা যাত্রীকে পেট্রোল পাম্পের অভ্যন্তরে এদিক সেদিক হাঁটা চলা না করতে অনুরোধ করুন।
* অপ্রয়োজনে কোনো ব্যক্তি যেন পেট্রোল পাম্পে প্রবেশ না করে তা নিরাপত্তাকর্মীর মাধ্যমে নিশ্চিত করুন।
* আগুন জ্বালাতে সহায়তা করতে পারে এমন দ্রব্য যেমন ম্যাচ, গ্যাসলাইট ইত্যাদি পেট্রোল পাম্পে রাখা থেকে বিরত থাকুন।
 
পথচারীদের করণীয়
* ধ্বংসাত্মক বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন পরিস্থিতি দেখলে সঙ্গে সঙ্গে নিকটতম থানায় অবহিত করুন।


* সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা যায় এমন দ্রব্য যেমন বোমা, পটকার সংবাদ পুলিশকে অবহিত করুন।
* আপনার মোবাইল ফোনের মাধ্যমে হরতালকালীন সন্ত্রাসী কর্মকাণ্ডের ছবি তুলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করুন। ইউটিউব-এ পোস্ট করুন।
* হরতালের আগের দিন আপনার এলাকায় বাসা-বাড়ি, মেস, ধর্মীয় উপাসনালয়ে সন্দেহজনক নতুন লোকজনের আনাগোনা দেখলে নিকটবর্তী থানায় অবহিত করুন।
 
বাসাবাড়ির নিরাপত্তায় করণীয়
* নতুন ভাড়াটিয়ার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করুন।


* বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন।
* ভাড়াটিয়ার পেশা, কার্যক্রম ইত্যাদি সম্পর্কে খোঁজখবর রাখুন।
* ভাড়াটিয়ার বাসায় যাতায়াতকারীদের বিষয়ে অবগত থাকুন।
* বাড়ির দারোয়ান, কেয়ারটেকার এবং কাজের লোকদের জীবনবৃত্তান্ত সংরক্ষণ করুন এবং তাদের বিশ্বস্থতা সম্পর্কে নিশ্চিত হোন।
* বাড়ির প্রধান ফটক সর্বদা তালাবদ্ধ রাখুন।


* বাড়িতে নিরাপত্তা বিষয়ক কোনো সমস্যা দেখা দিলে পুলিশকে অবহিত করুন।
 
নিরাপত্তাজনিত যে কোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। পুলিশ কন্ট্রোল রুম: ৯৯৯, ৯৫৫১১৮৮, ৯৫৫৯৯৩৩, ৯৫১৪৪০০, ০১৭১৩৩৯৮৩১১, ০১৮১৭৬০২০৫০, ০১৭৭২১৩২৫৩৫
 
ই-মেইল: dmpmediacell@gmail.com
ওয়েবসাইট: www.dmp.gov.bd
ফেইসবুক: www.facebook.com/dmp.dhaka

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।