আমাদের কথা খুঁজে নিন

   

শাহজাহান আহমেদের বই

বই পরিচিতি: পুবাল হাওয়া। (উপন্যাস) লেখক: শাহজাহান আহমেদ। প্রকাশক: অণ্বেষা প্রকাশন। প্রকাশ কাল: ফেব্রুয়ারি বইমেলা ২০১১ বিবরন: এটি একটি সচেতনতা মূলক উপন্যাস। মাদক এবং এইডস বিষয়ে জনসচেতনতাই এই উপন্যাসের লক্ষ।

এই উপন্যাসে নিঃসং্গ একজন এইডস রুগীর কষ্ট এবং হতাশা কে তুলে ধরা হয়েছে। বই: আপন আঁধার। (উপন্যাস) লেখক: শাহজাহান আহমেদ। প্রকাশক: ঐতিহ্য প্রকাশনী। প্রকাশ কাল: ফেব্রুয়ারি বইমেলা ২০১২।

বিবরন: এটি একটি প্রেমের উপন্যাস। একজন স্বপ্নভং্গ প্রেমিক তার হতাশা থেকে মুক্তির উপায় হিসাবে সিদ্ধান্ত নিল সে পাগল হয়ে যাবে। কারন পাগলের কোন দুঃখ কষ্ট থাকেনা। তার পাগল হওয়ার বিচিত্র পদ্ধতির সফলতা ও ব্যার্থতাকে এই উপন্যাসে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বই: প্রজাপতি বন্ধু।

(উপন্যাস) লেখক: শাহজাহান আহমেদ। প্রকাশক: ঐতিহ্য। প্রকাশ কাল: ফেব্রুয়ারি বই মেলা ২০১২। বিবরন: এটি একটি প্রেমের উপন্যাস। একজন প্রেমিকের ব্যর্থতার পূর্ব মুহুর্তের অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই উপন্যাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.