আমাদের কথা খুঁজে নিন

   

শাহজাহান খানের চাঁদাবাজি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

সড়ক পরিবহন খাতে বৈধতা পেল চাঁদাবাজি। বাস টার্মিনাল থেকে শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশনের মাধ্যমে বাস প্রতি ৭০ টাকা চাঁদা আদায় করা হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাস, মিনিবাস ও আন্তঃজেলার পরিবহনের গাড়ি থেকে চাঁদার পরিমাণ হচ্ছে, মালিক সমিতি-৪০, শ্রমিক ইউনিয়ন-২০, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন-১০ টাকা। এই মোট ৭০ টাকা।

জেলা পর্যায়ে মালিক ৫০ টাকা। এছাড়া আন্তঃজেলা গাড়ি থেকে শুধু জংশনস্থলে (জেলা সদর বা বৃহত্তর বন্দর) মালিক সমিতি ২০ ও শ্রমিক ইউনিয়ন ২০ টাকা চাঁদা আদায় করবে। পরিবহন শ্রমিক ফেডারেশনের চাপে গতকাল যোগাযোগ মন্ত্রণালয়ে এক অনির্ধারিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় চাঁদা নির্ধারণে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের উপর চাপ দেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান মুজিবুর রহমান ও শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বোঝাই যাচ্ছে সৈয়দ আবুল সাহেব একটা আবুল, শাজাহান খানের কাছে ধরা খাইছে।

এই খান সাহেব যতদিন মন্ত্রি থাকবেন, ততদিন মাশাল্লাহ শেখের বেটির টাকার অভাব হবে না। এইবারে ঈদের বাড়িতে যাবার সময়ে খেয়াল রাখবেন কোথায় কোথায় চাঁদা দিলো আপনাদের বাস। পরে জানাবেন। এই বদমাইশ শাজাহান খানের হাত থেকে তো দেশ বাঁচাতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.