আমাদের কথা খুঁজে নিন

   

ছাগু যেভাবে ধীরে ধীরে ন্যাংটা হয়...

লিখতে পারি না, তাই চুপচাপ থাকি ছাগু যেভাবে ধীরে ধীরে ন্যাংটা হয়... কারো সাথে রাজনৈতিক কথাবার্তা বলার সময় জামাত শিবিরের প্রসংগ আসলে ওই ব্যক্তি যদি শিবির সমর্থক হোন তবে তিনি তার বক্তব্যের মাধ্যমে যেভাবে ধীরে ধীরে ন্যাংটা হতে থাকেন : ধাপ ১ জামাত শিবির খুব খারাপ। এরা নিকৃষ্ট বর্বর এবং ধর্ম ব্যবসায়ী। তবে তাদের সাংগঠনিক দিকটা খুব স্ট্রং। চেইন অব কমান্ড এক্সেলেন্ট। ধাপ২ শিবিরের পোলাপান জংগী হলেও ছাত্রলীগ ছাত্রদলের চেয়ে ভালো।

আদব কায়দা জানে। ধাপ-৩ এটা ঠিক যে জামাত মুক্তিযুদ্ধের সময় অনেক খারাপ কাজ করেছে। কিন্তু শিবিরের ছেলেগুলা গঠনমূলক কাজে আছে। ধাপ-৪ জামাত এবং শিবির কিন্তু আলাদা সংগঠন। শিবিরের ছেলেরা অনেক দেশপ্রেমিক এবং সৎ।

ধাপ-৫ আসলে মুক্তিযুদ্ধের সময় জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন আছে। তারাতো তখন দেশের (পাকিস্তান) পক্ষেই ছিলো। দেশ স্বাধীনের পর হয়তো সিস্টেমে পড়ে তারা দেশবিরোধী হয়েছে। ধাপ-৬ হতে পারে মুক্তিযুদ্ধের সময় অনেক খারাপ কাজ করেছে। কিন্তু স্বাধীনের পর আওয়ামীলীগ কি করেছে? ভারতের গোলামী ছাড়া! সেদিক দিয়ে জামাত সময় দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতির পক্ষে কথা বলেছে।

ধাপ-৭ ইসলামিক রাষ্ট্রে শেখ মুজিব সেক্যুলারিজম প্রয়োগের চেষ্টা করেছে। এখনও সেই চেষ্টাই করে যাচ্ছে। দেশের ইসলাম ধ্বংসের সর্বাত্বক চেষ্টা করে গেছে। জামায়াত ইসলাম না থাকলে আরো আগে এদেশ থেকে ইসলাম ধুয়ে মুছে যেতো। ধাপ-৮ মুক্তিযুদ্ধ করে কি আর করেছেন।

পাকিস্তানের সাথে থাকলে এখন ভারত এরকম করতে পারবো না। একটু হলেও ভয় পেতো। ধাপ-৯ জামায়াতকে কোনভাবেই যুদ্ধাপরাধী বলতে পারেন না। তাদের তখনকার ভূমিকা ছিলো রাজনৈতিক। নইলে মুজিব কেন তাদের বিচার করতে পারেনি? ধাপ-১০ যুদ্ধাপরাধ বলে যদি কিছু থেকে থাকে, তবে তার জন্য পাকিস্তানী সৈন্যদের বিচার হওয়া প্রয়োজন।

যারা অন্যায় করেছে, তাদের ছেড়ে দিয়ে এখন সাহায্যকারীদের বিচার করতে আসছেন আপনারা। ধাপ-১১ তেল গ্যাস, ট্রানজিট, সমুদ্রবন্দর, সীমান্ত - প্রত্যেকটি ইস্যুতে জামাত শিবিরই সরব। একমাত্র দেশপ্রেমিক দল হলে জামাত শিবির। তারপর দেখবেন, খোলার মতো ওই লোকের শরীরে আর কোন বস্ত্র নেই। সে তখন পুরা ন্যাংটা।

কৃতজ্ঞতা ~ সবাক পাখি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.