আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থনায় কুড়ে খায় জীবন!

জীবনের জন্যই এই সব কথামালা অগুনতি প্রার্থনার কোন মানে হয়না যখন প্রার্থনা হিমালয় উচ্চতায় আসীন প্রার্থিত সুখ আসেনা, আঘাত হানে অযোগ্যতার উপকরণাদি। আমি স্বপ্ন থেকে বহুদূর স্বপ্নরা কবিতায়, ইচ্ছে গল্পে স্বপ্ন দেখার কি চিকিৎসালয় হয়? স্বপ্ন ভ্রম সংশোধনীর মতো! কিংবা স্বপ্নরা বরাদ্দ থাকে প্রতি জনে? আমার স্বপ্নগুলো নিশ্চয় ধুলো জমাট না হয় একটা স্বপ্নের জাগরণ দেখা যেত আমার স্বপ্নরা আতুড়ঘরেই বাকহীন কিনা! প্রার্থনার সাথে স্বপ্নের কি মিল? স্বপ্নের মোহ অস্তিত্ব কুড়ে খায় স্বপ্নের মোহ মুক্তিতে ও প্রার্থনা; প্রার্থনাই আমায় কুড়ে খাবে, ডোবাবে । আমার খামখেয়ালি ভূবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.