আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থনায়, প্রেমে অভিন্নতা এক শাশ্বত স্বরলিপি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

প্রার্থনায়, প্রেমে অভিন্নতা এক শাশ্বত স্বরলিপি {[ শাফিক আফতাব ]} তোমার সাথে আমার ভেদ নেই__নেই ভিন্নতা, আমার এখানে এক ও ভিন্ন আমার বিছিন্ন দ্বীপের মতোন স্বার্থান্ধ নই আমার এখানে এক, অভিন্ন __ প্রার্থনায়, প্রেমে। অভিজাত বাবার বালিকা বলে চওড়া হিল পড়ছো রঙিন চশমায় দেখো পৃথিবীর রূপ, খেটে খাওয়া মানুষদের লাল পিঁপড়ের মতোন মনে হয় কৃষকের কৃষ্ণ কলিমকে মনে হয় রাখালের পুত।

অথচ হৃদয়ের আবেদনে দেখো একটু বন্ধুরতা কত দুরত্ব বাড়ায়। তুমি ভালোবাসতে চায়, আনত হয়, তুমি হৃদয়ের সুবাস পেতে চাও__সমকোণে আসো, তুমি পাথরে ফুল ফোটাবে__পদাঙ্ক ভুলে যাও। ভিন্নতা, ভেদে, আর যাই পাবে, প্রেম পাবেনা, মানবতা পাবেনা__ কেনো না প্রার্থনায় প্রেমে অভিন্নতা এক শাশ্বত স্বরলিপি। ত্রিশালের পথে বাসে, গাজীপুর। ২১.১১.২০১৩


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.