আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থনায় যাবো : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

Prarthonai Jabo by Sharif A. Kafi প্রার্থনায় যাবো শরীফ এ. কাফী ০৭ জানুয়ারী ২০০৪ (ঈষৎ পরিমার্জিত) নাই প্রাপ্তির প্রত্যাশা প্রতিদান প্রেম ভক্তি প্রার্থনা ভালবাসায় লাভ ক্ষতি হিসাব নিকাশ প্রেমই মোক্ষ প্রেমের আরাধনায়। প্রেমই সিদ্ধি প্রেমই নির্বাণ বলেছে শত মহর্ষি মহাজ্ঞান প্রেম ধর্ম মহামানবের ধ্যান প্রেমই সত্য সত্যের জয়গান। মোল্লা ঠাকুর যে যাই বলুক প্রেমই সংসার প্রেম চিরন্তন প্রেমের ক্ষুধায় প্রেমই আহার নাই অনুশোচনার কষ্ট দহন। প্রেমের দেবতা ভুলিয়া আপন ভেঙ্গেছে সমাজ সংস্কার শাসন মত-পথ ভুলে যীশু গৌতম কত ভান্ডারী হাছন লালন। সবাই ছিল প্রেমের মিছিলে চাদের জোয়ারে আলোর বন্যায় সৃষ্টির রসে প্রাণের জ্যোৎস্নায় আত্মায় আত্মায় তুলিয়া শিহরণ। প্রেমের আধার অধর সেচিয়া প্রণয়ে প্রাণের জোয়ার তুলিয়া যাবো প্রার্থনায় ঈশ্বরের আঙ্গিনায় আরতি ভাঙ্গিয়া ডেকো না তখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.