আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যের গন্ধে -

অরণ্যের গন্ধে - প্রান্তিক জসীম আর কেঁদো না কেঁদেকেঁদে আর কত কান্ত হবে একটা জনম তো, আর কত- কতটা সময় ! দ্বিপ্রহর হয়ে গেল; আসন্ন ভোরের আগমনে এবার উঠে দাড়াও চিকচিকে অরুনাভে অশ্র“বিন্দু হবে আশার মুক্তোদানার মত জ্বলজ্বলে । ওঠো, কান্না মুছে দাঁড়াও পৃথিবীর সমুখে কান্নাভেজা সবুজ অরণ্যের গন্ধে মিশে যাক গোধূলির ছায়ামায়া আর ম্রিয়মান রোদ দ্যাখো, এই ভোরে বুনোপথে ফোটা ফুল জানান দেয় বসন্তের সমাগম !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।