আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যের গল্প

http://www.facebook.com/reyad.parvez.3 তেইশটা শরত্‍ পেরিয়ে, চব্বিশতম বসন্তে- কবিতারা আজ কোথায় যেন চলে গেছে. বুকের গভীরে একরাশ পাপ নিয়ে, একটি কবিতার জন্মলগ্ন অনুভব করি. কবিতারা আজ রোডে ঘাঁটে,ব্যস্ত কর্মে- উদয়স্ত পরিশ্রমে শ্রমিকের কুল কুল ঘামে- রাস্তায় ঝরে পড়ে. দুরে দুরে- ঝাপসা দুচোখে- কবিতারা প্রেমিকার মত দাড়িঁয়ে থাকে, আমায় জড়িয়ে ধরেনা, চলে যায় পাশ কেটে. কবিতারা থাকে- কাশফুল ঘেষা ফড়িং এর পাশে, থাকে নীল ছুঁয়ে যাওয়া মহাসড়কের, ক্লান্ত শরীরে. প্রখর সূর্যের চোখ ধাঁধানোতে কবিতারা হারিয়ে যায়- জীবনের সমীকরণে. লেবু ভেজা গামছায় আজ ঘামের গন্ধ- কবিতা আজ তুমি নির্ঘুম রাত, দুর্বোধ্য অরণ্য.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।