আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যের দ্যুতি

সকলেই কবি নয় কেউ কেউ কবি...

অকাল প্রয়াত মমিনুল মউজদীন আমাদের ভুলগুলো ক্ষমা করে দিও -কাজল রশীদ যে অরণ্যে ছিল শাকান্নের দুরাশা , জলে ছিল হেলেঞ্চার তিক্ততা , থ্রিপসের বাউনি ছিল , বিটলের দল ছিল সুষম ফসলে , হায়নার চোখে মনসার ছবি ছিল ঝোপের আড়াল , পরান্যভোজী মোহ ছিল ভাঙা পাতে , আকরে বেসানি ভাঙার খেলা ছিল রাঙা রাতে। তুমি এলে- বৃষ্টিবিমানে বন্ধা জমিনে সেচ ও নিকাশ হয়ে বীজবপনের মাদল বাজিয়ে । অনিবার্য পঙ্কিল দেহাতির যুগন্ধর হয়ে মরুদগ্ধ তৃষ্ণার ডিঙ্গি চড়ে তমসার তিমিরে বৈতালিক ভোরে । তুমি এলে- জলের শিরায় ঢেউয়ে ঢেউয়ে জেগে উঠা সাথী বশীকরণ বাজুকা , অন্ধকার অরণ্যে বিদ্যুত বর্ষাতি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।