আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গী ছাড়াই প্রযুক্তিতে যৌনতৃপ্তি !!!

র‌্যাম্বো খ্যাত নায়ক সিলভার ষ্ট্যালন অভিনীত ছবি ‘ডেমোলিশন ম্যান’ মুভিতে বাচ্চা, ধুমপান এবং সেক্স নিয়ে একটি শিহরন ছড়ানো পুরোনো নিয়মে জীবনচারন দেখানো হয়েছে। সেখানে দর্শকদের বোঝাতে চেষ্টা করা হয়েছে যে, এসব পুরোনো ধাঁচের সামাজিক শারিরীক সম্পর্ক নিয়েই জীবন। কিন্তু এ নিয়ে বিজ্ঞানীদের আগামী ২০৩২ সালের চিন্তা কিন্তু অন্যরকম। সেখানে নারী-পুরুষের শারিরীক মেলামেশা তো দুরের কথা, সেক্সের আনন্দে এমনকি চুমুরও পর্যন্ত প্রয়োজন হবেনা। কারণ, তাঁরা এমন একটি বিশেষায়িত পোশাকের আবিষ্কার করতে যাচ্ছেন যেটি মিলনকালে নারী-পুরুষের সকল স্নায়বিক ক্রিয়া প্রতিক্রিয়ার সবই রেকর্ড করে রাখা হবে।

আর সেটি সময়মতো পরিধান করলেই আপনি পেয়ে যাবেন মিলনের চরম তৃপ্তি! বিনয় মুখোপাধ্যায় (ছদœনাম যাযাবর) এর লিখা ‘দৃষ্টিপাত’ বইয়ে একটি উদ্ধৃতি আছে, “বিজ্ঞান মানুষকে দিয়ে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। সেখানে আছে গতির আনন্দ নেই যতি (চোখ)র আয়েশ। ” সত্যিই, আজকের ব্যাস্ত এই বিজ্ঞানের যুগে যেখানে মানুষের যতির আয়েস মেলা ভার সেখানে অযথা বিয়েথা করে সংসারধর্ম পালনের সুযোগ কোথায়? মিলনের তৃপ্তিও কোনওমতে পার করতে পারলেই যেন বাঁচে। একেবারে হাত-পা ঝারা হওয়া যায়। ডেমোলিশন ম্যান এর কো-ষ্টার স্যান্ড্রা বুলক বলেছেন ভবিষ্যতের মানুষ ‘ভিআর’ যুক্ত একটি হেলমেট পরিধান করবে আর সেক্স নিয়ে কেবল ভাববে।

ভবিষ্যত নিয়ে ভাবেন এমনি একজন ইয়ান পিয়ারসন জানান, ভবিষ্যতে আমরা চরম পরিতৃপ্তি (অর্গাজম) এর একটি মেশিন বানাতে যাচ্ছি যেটি শারিরীক মিলনের সময়কালে যৌনানুভুতিকে সম্পুর্ণ আলাদা করে ফেলতে পারবে এবং তা একটি মেমোরীতে সংরক্ষন করবে। হলিউডের রিলিজকৃত বার্বারেলা, ডেমোলিশন ম্যান এবং সিøপার ছবিতে এরই একটি ডেমো দেখানো হয়েছে মাত্র। জনাব ইয়ান আরও বলেন, ২০৩০ সালের মধ্যেই আমরা মানুষের শরীরে এক ধরনের ইলেক্ট্রনিক সার্কিট বসাতে সক্ষম হব যেটি যৌনমিলনকালে আমাদের নার্ভাস সিষ্টেমের ক্রিয়া প্রতিক্রিয়ার যাবতীয় তথ্য-অভিজ্ঞাতা পরবর্তী সময় ব্যবহারের জন্যে সংরক্ষন করে রাখবে। ঠিক একেবারে যেন কম্পিউটার কি’বোর্ডের শর্টকার্ট কন্ট্রোল+শিফ্ট+ও (অর্গাজম) এর মত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।