আমাদের কথা খুঁজে নিন

   

চিঠির স্মৃতি

মনের কথা void(1); চিঠি শব্দটি শুনলেই চোখ বুঝে অনুভব করতে হয় জিনিসটা কি। কতনা কথা জমে ছিল এর মাঝে। কিন্তু চিঠি শব্দটি তেমন আগের মত শক্তিশালী নায়। কারণ-এই বর্তমান সময়ে চিঠির মত ধীরগতি জিনিসটা তেমন আগের মত কাজ দেয়না। শুধু নাম মাত্র হয়ে দাড়িছে।

আগের দিনে একটি চিঠি লিখতে হলে কতনা ভাবনা, কত মনভাব, কতগুলো মনের মাঝে লুকানো স্মৃতি, আনান্দ, বেদনা কিছু ভালবাসার হাতের স্পর্শ অক্ষর, কতগুলো বা এক একটি অক্ষর দিয়ে যে ভাষা গুলো লিখা হতো-সেই সময়টা আর নেই। এক সময় ছিল যখন একটি চিঠি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যেতে কয়েক সপ্তাহ লেগে যেত। কিন্তু এখন মোবাইল ও –ইন্টারনেট, ই-মেইলের কারণে তা চিঠির ব্যবহার ছেড়েই দিয়েছে প্রায়। যদিও কেউ কোন চিঠি লিখে তাহলে দেখা যাবে সেই চিঠিটা কোন চাকরীর আবেদন পত্র। এই মোবাইল ও ই-মেলের জন্য মানুষ এত সময় নিয়ে চিঠি লিখেনা কারণ সব কিছু আজ হাতের নাগালে চলে এসেছে।

তাই আমার মনে হয় চাকরী ছাড়া চিঠি তেমন লিখা হয় না বা কেউ মনে হয় শক করেও চিঠি লিখেনা। আমি ধন্যবাদ জানায় আমার নানাকে। যার জন্য আমি এই চিঠি নামক চমৎকার জিনিসটি আজও লিখতে হচ্ছে। করণ, আমার নানার আগের সময়ের মানুষ তার মনোভাব আগের মতই রয়েছে। তার জন্য আমাকে এখনো মাসে ৩ থেকে ৪টি চিঠি লিখতে হয়।

আমার খুব ভাল লাগে- নানা চিঠির যে আগের সময়ের ভাষা তা এখন শুনায় যায় না। আমি খুব আনান্দের সাথে চিঠি লিখা সময়টা উপভোগ করি। যখন নানা থাকবে না ,তখন নানার এই চিঠি লিখা স্মৃতিটা আমাকে খুব খুব মনে পড়াবে। void(1); ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।