আমাদের কথা খুঁজে নিন

   

সিয়াম অর্থ সংযম এটা কাদের জন্য?

আমি বিশিষ্ট বোদ্ধা হতে চাই তাই আপনাদের সরণাপন্ন হলাম...:( রমজান মাসের সিয়াম সাধনার মাস (সিয়াম = সংযম অর্থাৎ সং + যম ‘সং’ ও ‘যম’ যম = জনমের মত খাওয়া)। আমরা সাধারণত এই মাসে বেশি বেশি সংযম করি। মানে অতিরিক্ত মাত্রায় খাই আর বাথরুমে যাই। কিন্তু সংযম শব্দের অর্থ কি হওয়ার কথা ছিল। সংযম শব্দের অর্থ কি কিছুটা পবির্তন হয়ে গেল! আমরা জানতাম সংযম শব্দের অর্থ সংযমি হওয়া অর্থাৎ সকল ক্ষেত্রে নিজেকে বশে এনে অনেক অপকর্ম বা নিজেদের শরীরের অনেক চাহিদাকেও দমন করা।

বেশিরভাগ মানুষের (মুমীন মুসলমান) কাছে জিজ্ঞাসা করলে জানা যায় রমজান মাসে খরচ তাদের বেশি! যদি সংযম-ই করি তবে খরচ তো বেশি হওয়ায় কথা ছিল না। যেমন, খাব কম কম, অপচয় করব কম কম, বাড়তি কোন নেশা থাকলে তা অন্তত এই মাসে বাদ দেওয়ার চেষ্টা করব ইত্যাদি। বর্তমান সংযমের অবস্থা দেখতে নিতান্তই হাসি পায়। এইবার আসি বাহ্যিক পরিস্থির দিকে, দেখা গেল এক পাবলিক বুক ফুলিয়ে হেটে যাচ্ছেন (মনে হচ্ছে উনি শাহেনশা) তার মানে উনি রোজাদার। আর কোন পাবলিক যদি ভুল করে তার সামনে কিছু খেয়ে ফেলে হয়তো তিনি মনে মনে গালি দিবেন, শালা তোর জন্য আমার রোজা হালকা হয়ে যাচ্ছে (তিনি মনে মনে আরও বলতে পারেন শালা চুদিরভাই কাফের, মালাউন, মুনাফেক ইত্যাদি গালি)।

যদিও গালাগালি দিলে বা খারাপ চিন্তা করলে রোজা হালকা হওয়ায় কথা ছিল এখন মনে হচ্ছে তা হয় না। বেরোজাদারদের (মুমীন বান্দাদের ভাষায় শালা চুদিরভাই কাফের, মালাউন, মুনাফেক) জন্য সংযমের সহিত অর্থায় পর্দা সহকারে খাবার গ্রহণ করা। রোজাদারদের ভয় পাওয়া কেননা যে কোন সময় তারা (রোজাদার মুমীন বান্দা) গালি দিতে পারেন। রোজাদারদের জন্য ছাড়সমূহ- তিনারা কর্ম ফাঁকি দেওয়ার ওপেন জেনারেল লাইসেন্স পাইবেন (যেমন যদি বলে আজ রোজার ধরেছে তাহলে কর্ম থেকে কিছুটা নিস্কৃতি পাইবে। আবার যদি নামাজের কথা বলে ১ ঘন্টা বা ১/২ ঘন্টা বাইরে কাটিয়ে আসে তাহলেও কিছু বলার নেই যদিও রোজার মাস ছাড়া তাদের কখনওই মসজিদে পাওয়া যায় না।

সকালে দেরি করে অফিসে আসা এবং কারণ হিসেবে সেহেরী খেয়ে ঘুমোতে দেরি হয়ে গেছে। ) এছাড়া তাদের (রোজাদারদের) যদি পেটের পিড়া হয় তাতেও কারোরাই কিছু বলার নেই কারণ তিনি কষ্ট করে রোজা থেকেছেন এবং ইফতারের সময় একটু বেশিই খেয়েছেন এই কারণে একটু আধটু পেট খারাপ হতেই পারে এটাতো আর দোষের কিছু না। এটা রোজাদারদের বৈশিষ্ট্য বললেই চলে। সর্বশেষে এত কিছু বিবেচনা করে আমি খুব বিভ্রান্তিতে পরেছি রোজাদররা সংযম করছে না বেরোজাদাররা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.