জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা। ফার্সী ভাষায় এটাকে রোযা বলা হয়। দ্বিতীয় হিজরীতে সিয়াম ফরজ করা হয়েছে।
সিয়াম ত্যাগকারীর শাস্তিঃ
১. হযরত আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে, একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে।
তাদের গালটি ফাড়া। তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্গেস করলাম এরা কারা? বলা হল, এরা ঐ সব ব্যক্তি যারা বিনা উযরে রমযান মাসের সিয়াম ভঙ্গ করেছিল। (সহীহ ইবনে খুযাইমাহ)
২. যে ব্যক্তি (রমযানের) এ মুবারক মাসেও আল্লাহকে রাজী করাতে পারলনা, সে বড়ই দুর্ভাগা। (ইবনে হিব্বান)
৩. যে ব্যক্তি শরীয়তী ওযর ছাড়া এ (রমযান) মাসে একটি রোযা ও ছেড়ে দেবে, সে যদি এর বদলে সারা জীবন ও সিয়াম পালন করে তবুও তার পাপের খেসারত হবে না।
(বুখারী)
সুত্রঃ প্রশ্নোত্তরে সিয়াম
লেখকঃ অধ্যাপক নূরুল ইসলাম।
সবাইকে পবিত্র রমযান মাসে সালাম ও শুভেচ্ছা রইল। আসুন আমরা এই পবিত্র মাসে প্রতিটি রোযা রেখে ইসলামের সঠিক পথে চলার চেষ্টা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।