আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় নেতার বাংলাদেশ দখলের হুমকি

নতুন লেখক ভারতীয় জনতা পার্টি নেতা সুব্রাহ্মনিয়ান স্বামীর দাবি : "সিলেট থেকে খুলনা পর্যন্ত দখল করে নেয়া হোক। " বাংলাদেশের সিলেট থেকে খুলনার বিস্তীর্ণ অঞ্চল ও কাশ্মীরের পাকিস্তান শাসিত অংশের দখল নেয়া হোক। তাহলেই আগামী পাঁচ বছরেই সন্ত্রাসবাদের কবল থেকে ভারত মুক্ত হবে। এ মন্তব্য জনতা দলের নেতা সুব্রাহ্মনিয়ান স্বামীর। ভারতের ইংরেজি দৈনিক ডিএনএ’র উত্তর সম্পাদকীয়তে তিনি এ দাবিই করেছেন।

সেই সঙ্গে ভারতের মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেয়ার কথাও তিনি বলেছেন। এই চূড়ান্ত জাতিবিদ্বেষী মন্তব্যের জন্য মহারাষ্ট্রের সংখ্যালঘু কমিশন সুব্রাহ্মনিয়ান স্বামীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। জয়পুর, মুম্বাই ও দিল্লি থেকে প্রকাশিত ডিএনএ’তে ১৬ জুলাই একটি উত্তর সম্পাদকীয় লিখেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট সুব্রাহ্মনিয়ান স্বামী। ‘হাউ টু ওয়াইপ আউট ইসলামিক টেরর’ শীর্ষক এ উত্তর সম্পাদকীয়তে তার দাবি, ভারতে সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্ত ঠেকাতে অবিলম্বে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেয়া উচিত। এর বিরোধিতা করে মহারাষ্ট্র সংখ্যালঘু কমিশনের উপ-চেয়ারম্যান ইব্রাহিম মাথাই চিঠি দিয়েছেন মুম্বাইয়ের পুলিশ কমিশনার অরূপ পট্টনায়েককে।

তার দাবি, ভারতীয় দণ্ডবিধির ১৫৩(৩) ধারায় ফরিয়াদি অভিযোগ দায়ের করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে পুলিশকে। সংখ্যালঘু কমিশনের উপ-চেয়ারম্যান লিখেছেন, সুব্রাহ্মনিয়ান স্বামীর নিবন্ধ নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে সংখ্যালঘুদের মনে, ‘যে চূড়ান্ত জাতিবিদ্বেষী চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটেছে নিবন্ধে। তা চূড়ান্ত অস্বস্তির। এ নিবন্ধ সম্পূর্ণভাবে ইসলামবিরোধী ও সামাজিক দায়িত্বহীনতার পরিচায়ক। এটি অত্যন্ত আশঙ্কাজনক যে, ভাষার স্বাধীনতা ব্যবহার করে ইসলামভীতি ছড়ানোর চেষ্টা করেছেন স্বামী।

’ এ প্রসঙ্গে মাথাই লিখেছেন, তথাকথিত ইসলামিক সন্ত্রাসবাদীদের একপাক্ষিকভাবে কাঠগড়ায় দাঁড় করানোর কোনো অর্থ হয় না। কেননা, এদেশের জেলে এমন ‘হিন্দু সন্ত্রাসবাদী’রা রয়েছে যারা একই ধরনের জঘন্য অপরাধে অভিযুক্ত। ’ সংখ্যালঘু কমিশনের উপ-চেয়ারম্যানের অভিযোগ, ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারাও লঙ্ঘন করেছেন ড. সুব্রাহ্মনিয়ান স্বামী। কারণ, প্রতিটি নাগরিকের নিজের ধর্ম বেছে নেয়ার যে অধিকার সংবিধানে রয়েছে, তা সম্পূর্ণ অগ্রাহ্য করে তার নিবন্ধে সুব্রাহ্মনিয়ান সুপারিশ, মুসলিমদের ইসলাম থেকে হিন্দুত্বে ধর্মান্তরিত করতে হবে। জনতা পার্টির নেতা সুব্রাহ্মনিয়ান স্বামী ডিএনএ ইংরেজি দৈনিকে যে অভিমতমূলক নিবন্ধ লিখেছেন তার কিছু উল্লেখযোগ্য অংশ হলো— এক. ভারতে একটি সাচ্চা হিন্দু দল গঠন করতে হবে।

সেই দল কেন্দ্রীয় ও রাজ্যস্তরে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পাবে। দুই. ভারতের মুসলিমদের ভোটাধিকার কেড়ে নিতে হবে। কেননা তাদের পূর্বপুরুষ হিন্দু—একথা তারা মানে না। তিন. কাশ্মীর জ্ঞানপাপী মসজিদও পূর্বতন মন্দিরের ওপর তৈরি করা হয়েছে। এজন্য ৩০০টি অন্যান্য মসজিদ গুঁড়িয়ে দেয়া হোক।

চার. দখল নেয়া হোক কাশ্মীরের পাকিস্তানশাসিত অংশ ও বাংলাদেশের সিলেট থেকে খুলনার বিস্তীর্ণ অঞ্চল। পাঁচ. হিন্দুধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তকরণ নিষিদ্ধ করা হোক। ছয়. ২০১২-এর পর ইসলাম হিন্দু ধর্মকে ধ্বংস করার সংগ্রাম শুরু করবে... ইত্যাদি। জানা গেছে, সুব্রাহ্মনিয়ান এহেন বিভেদকামী পরিকল্পনার কথা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেকেই ভালোভাবে নেয়নি। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হার্ভার্ড সামার স্কুলের প্রশিক্ষকের পদ থেকে সুব্রাহ্মনিয়ান স্বামীকে অপসারণ করার দাবি জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.