আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের প্রয়োজনে-মাধ্যমিক শিক্ষার্থিরা ঘরে বসে পরীক্ষা দাও!

মরণশীল একটা সময় আসে, যখন আমরা চাইলেও সামনে এগিয়ে যেতে পারিনা। আমাদের কে পেছনে টেনে নিয়ে যাওয়া হয়, ইনফরমেশন হাইওয়ে হাতছানি দিয়ে ডাকে, আমরা দেশের ইনফরমেশনের নিরাপত্তায় তা ফিরিয়ে দিই। আমাদের প্রযুক্তি এবং শিক্ষার গাড়ি পিছন দিকে চলতে থাকে। '৭১ হয়ে যায় গন্ডগোলের বছর, আমাদের পতাকা শোভা পায় শুওরদের গলায়। আবার সময় পালটায়।

আমরা এখন এক পালটানো সময় কাটাচ্ছি। রাজনৈতিক খাছলত বাদ দিলে ডিজিটালাইজেশন বা শিক্ষার যে স্থির লক্ষ্য সব কিছুই এগোচ্ছে ঠিকমত। আসলে এত কথার পেছনের কারনটি হচ্ছে একটা ওয়েবসাইট। আজকে প্রথম আলোর কম্পিউটার বিভাগে লিংক্টা পেলাম। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থিদের জন্য দারুণ এক সাইট হবে বলে আমার বিশ্বাস।

এখানে সাব্জেক্ট ভিত্তিক বা চাপ্টার ভিত্তিক এক এক জন শিক্ষার্থি তার এমসিকিউ পরীক্ষা দিতে পারবে। বিষয়টা মূলত অনুশিলনের। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্যে একটা ইমেল আইডি লাগবে। তো মাধ্যমিক শিক্ষার্থিরা, খুলে ফেলো একটা ইমেল আইডি।

ফেসবুক আপাতত বন্ধ করে ঢুকে যাও বাস্তব দুনিয়ায়, কোচিং এ না দৌড়িয়ে পাঠ্যপুস্তক পড়। পরিক্ষা দাও অন লাইনে। আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোও। MCQ Examiner শুভ কামনা। ব্লগার দের কাছে অনুরোধ, লিংক্টা যত বেশি পারা যায় আসুন আমরা ছড়িয়ে দিই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।