আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে যারা পিকেটিং, ভাংচুর, অগ্নি সংযোগ করে তারা বা তাদের মা, বোন আত্মীয়স্বজন কেউ কি হরতালের দিনে চাকরি বা অন্যকোন কাজ করতে বের হয়না ।

হরতালে যারা পিকেটিং, ভাংচুর, অগ্নি সংযোগ করে তারা বা তাদের মা, বোন আত্মীয়স্বজন কেউ কি হরতালের দিনে চাকরি বা অন্যকোন কাজ করতে রাস্তায় বের হয়না । যদি বের হয় তবে তাদের মা বোন ও তো তাদের নিজের আক্রমনের শিকার হতে পারে তাদের অজান্তে তখন তারা কিভাবে নিজের হাতে মা বোনের হত্যা মেনে নেবে । কেউ বলতে পারেন কি ? আর আপনারা যারা এসব পিকেটিং, ভাংচুর, অগ্নি সংযোগ করেন বা সাপোর্ট করেন তাদের কি আর কোন কাজ নেই তার মানে তারা কি তাদের নেতাদের মত গাড়ি বাড়ির মালিক । জানতে চাই । যদি তা নাহয় তবে আপনাদের বলব আপনারা কাজ করে আয় রোজগার করে খান মানুষের ভাল করার চেষ্টা করেন এমনিতেই এসব বাজে চিন্তা মাথা থেকে দুর হয়ে যাবে ।

যেমন দেখুন যারা মিল কারখানায় বা অন্যকোন প্রতিষ্ঠানে চাকুরি করে করে তারা এসব হরতালে ঠিকই তাদের কাজকর্মে যোগ দেয় । তারা কিন্তু পিকেটিং, ভাংচুর, অগ্নি সংযোগ এ অংশ নেয় না । তাহলে যারা এসব হরতাল, পিকেটিং, ভাংচুর, অগ্নি সংযোগে অংশ নেয় তারা কারা সহজেই বুঝতে পারার কথা । হরতাল, গনআন্দোলন করেন কিন্তু , ভাংচুর, অগ্নি সংযোগ বন্ধ করেন কারন সেখানে আপনার আমার সবার ক্ষতি । একবার ভাবুন আপনার মা বোন কিংবা আত্মীয়স্বজন আপনার আক্রমনের শিকার হতে পারে আপনার অজান্তে ।

সেকথা মনে রাখা উচিত । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।