আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমন্ত মানুষ

আমি আইলা নার্গিস সিডর সুনামি বদলে দিব সব,রুখে দিব বিপদ যদি হই সত্য এই এক জাতি এই এক আমি আমি দুরন্ত মহাকাশযান রুখে দিব পৃথিবীকে ধ্বংস করা ধুমকেতুর আহবান আমি বাঘ সিংহের গর্জন আমি খোদার কাছে ইব্রাহিমের পুত্র বিসজন আমি একাই একশ তোরা কাপুরুশ বাক্সেতে বন্ধী বাক্স আমি বিদ্রোহীর বিদ্রোহের বিদ্রোহীর কবিতার অংশ আমি বিদ্রোহির তালে তালে অন্যায়ের পথ করে দেই ধ্বংস আমি জলন্ত জীবন্ত অসীম অনন্ত আমি রণক্ষত্রে হই না ক্লান্ত আমি চমকানো বিজলি,আমি যুদ্ধের মাঠে বজ্রপাত আমি আমার আলোয় আলকিত ,সূর্যবিহীন প্রভাত আমি হই হিটলার নই লুথার কিং গুয়েভারা আমি বিপ্লবী চেতনায় পাগল মাতোয়ারা আমি অনিয়ম ঘরে নিয়ম চোর আমি নিয়ম ভেঙ্গে করি কাঁচ ভাঙ্গা চুর চুর আমি বায়ান্ন বাষট্টি উনসত্তর, একাত্তর আমি আমার প্রশ্নের আমি তার উত্তর আমি উদ্দীপনা উত্তেজনার শেকল আমি স্বাধীনতাকামী মানুষের অজস্র সহনশীল বল আমি ভুল আমি দেই না ভুলের মাশুল আমার ভুলই সঠিক তাই আমি নির্ভুল আমি আগুন লোহিত বল,বিভীষিকাময় দাবানল আমি মানিনা কাউকে,আমি একাই এক দল আমি আগ্নেয়গিরির গলিত লাভা জ্বালা মুখ আমি যুদ্ধাহত সৈনিক মায়ের বিদ্ধস্ত বুক আমি সীমাহিন সাগরে একমাত্র একলা আমি মৃত্যুক্ষনে করি আযরাইলের সাথে খেলা আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষনে স্নায়ুতে স্নায়ুতে যুদ্ধ আমি হই ধূলিসাৎ ,যদি হই ক্রুদ্দ আমি ডানাহীন পাখি উড়ছি নির্বিকার আমি আমার পথবাধা পার করি বার বার আমি সত্যকে বলি সত্যই বল আমি মিথ্যাকে বলি মিথ্যানবাদীর অস্থায়ী আচল আমি জাগাতে চাই সমস্ত নজরুল সবার মাঝে আছে ঘুমন্ত নজরুল এই নজরুল, এই নজরুল, এই নজরুল জাগাতে পারিনি আমি কোন নজরুল কারণ আমিও ঘুমন্ত বিদ্রোহী নজরুল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।