আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমন্ত চোখ

ভালোবাসা হচ্ছে নকআউট সিরিজ

ইব্রাহীম খলিল ঘুমন্ত চোখ তোমার ঘুমন্ত চোখ দেখবো বলে- বায়ুহীন নিস্তব্ধতায় রাতের মধ্যবয়সে, অপলক জেগে আছি- মাসকারা ল্যাপটানো এক ঝাঁক পিসির কাছাকাছি, যেখানে আইস্যাডো দিয়েছিলো এ ওষ্ঠদ্বয়, কোনো একদিন তোমার নিশ্বাসের প্রতিটা শব্দ, সমস্তরাত হৃদ্য করবো বলে, হয়তো এ জেগে থাকা, আরো একটি কারনের কিয়দংশ। এ চোখের দায়িত্ব য্যানো তোমায় দ্যাখা, আঙুলের হাতের দায়িত্ব য্যানো, স্পর্শে-স্পর্শে ভিজিয়ে দেয়া। বারমুডা ট্রায়াঙ্গলের, সমস্ত বিস্ময়ের সাদৃশ্যতায়, ঘুমিয়ে তুমি_ হৃদয়ের সমস্ত গ্লানি-পাপবোধ চুষে-চুষে। এখানেই একদিন_ ছয়শত কোটি বছর পর পৃথিবী যখন মঙ্গলকে চুমোবে তখন, তখন হয়তো সমস্ত অন্ধকার ঠেলে, তোমার নিজস্ব অন্ধকারে, আমায় চুমোবে সেখানে_ অ্যামিবার মতো, বার-বার পূর্ণ যৌবনে ফিরে আসবো দুজন, মৃত্যুর পূর্ব মুহুর্ত থেকে_ তোমার চোখের মতো অন্য কোন গ্রহে, অন্য কোন গ্যালাক্সির কক্ষপথে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।