আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমন্ত বেদনারা জাগে

জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ কত দিন, কত মাস পরে বেদনারা হামাগুড়ি দেয়, বলে চল আজ একসাথে ভিজি। হৃদয়ের বন্ধ দুয়ার খুলো হেটে এসো চেনা পথ ধরে, যেই প্রেয়সীর পা' ধুয়ে ধুয়ে গড়িয়েছে শ্রাবনের ঢল, সেই পথে চল আজ কিছু দূর হাটি। কতদিন কত মাস পরে স্মৃতিগুলো উকিঝুকি দেয়, বলে এসো করি সমুদ্রস্নান শরীরের ধুলো-বালি যত, ধুয়ে ফেলি করে ফেলি সাফ মন করি লোনা জ্বলে ধুয়ে পরিপাটি। চল আজ একসাথে কিছুপথ হাঁটি। কতদিন কতমাস পরে মধুমতি চুপি চুপি ডাকে, বলে সখা করনা বিরাগ বিভাজন ভুলে যাও,এসো করে এসসাথে বাস আমার বাহিত জ্বলে ঢেলে দেও যত দুখ-ব্যথা এসো আজ রাগ ভুলে হই মোরা সাথী। ভুলে যাও বেদনার রাতি। কতদিন কতমাস পর আমি ভাবি যেন কার কথা, কার পথে যেন ফিরে চাই ঘুমন্ত বেদনারা জাগে,আর জাগে পুরনো সে কথা তাই আজ বারবার এক পথে হাঁটি। খুজি তারে করি আতিপাতি.........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।