আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমন্ত রাজকণ্যা ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

আমি নিশ্চুপ সন্নাসীর মতোন নিরাভরণ তোমার দিকে তাকিয়ে থাকতে পারি_ লাল লাল চোখে ! থমকে যেতে পারে হিমেল হাওয়া চমকে উঠতে পারে প্রবাহমান রক্তধারা । কামনা বাসনার শিরা উপশিরায় না পাওয়াগুলো ঘুরতে পারে ধুকে ধুকে । আমার ঘুমন্ত রাজকণ্যা ! তোমার নি্দ্রা আলস্যে হাই তোলা মুখের দিকে তাকিয়ে_ কাটিয়ে দিতে পারি অনেক দিন । লিখে ফেলতে পারি কয়েক'শো মহাকাব্য ; তবুও তোমাকে জাগাতে পারিনা, ভয় ; তুমি জাগলেই আমার স্বপ্ন মিথ্যে হয়ে যাবে_ হবে অমরতার অবক্ষয় । লিখন নভেম্বর-২৯.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।