আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমন্ত আমি মইরা গেছে ! !!!

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . ঘুমন্ত আমি মইরা গেছে! আহারে পোলাডা কত ভালো লিখত! (লেখতো না হুদাই এমন আবজাব ফালতু লেখা কেউ কোনদিন লেখচে পুরাই ফাউল মইরা গেচে অহন শান্তিতে থাকা যাইবো ) দেশ নিয়া কত চিন্তা করতো এই নিয়ে কত সুন্দর পোষ্ট দিতো । তার মতো এতো সুরেলা কন্ঠের এক্কেরে ইভা আপার কন্ঠের মতো দেশী ব্লগার আর কেউ পূর্বে দেখে নাই । শুরুতেই তিনি তার লেখার ভেতর যে অন্তরভাব তার ধাত চিনিয়েছিলেন । এর পর খালি একেকটা পোষ্ট তো দিতেন না খালি গুল্লি বাহির হতো । ছেলেটা নিজে প্রেম না করতে পারা আর দেশের তরুন সমাজের প্রেমে ছ্যাকা খাওয়া নিয়ে ব্যাপক বুদ্ধিজীবি ভাবনা ভাবতো ।

আর তার কবিতা যেন জলসানো রুটি । এক্কেরে মনে আঘাত না দিয়া হার্টে যাইয়া দাগা দিতো । আর ঈদ সংখ্যা তা আর বলতে কি যে দারুন লিখতো না । অসাধারন । ঈদ আইলেই এই ঈদ সংখ্যা পড়ার ডরে সব দৌড়ে পালাতো আর এই জন্যই বলা হয় ঈদের সময় সামুতে ব্লগাররা কম থাকতো ঈদসংখ্যা পড়ার ডরে ।

কোন কিছুই লেখার না পাইলে হুদাই সামুর সমালোচনা করতো । পোলাডা বেহুদা প্যাচাল পাড়লেও কিছু করার আছিলো না মাথায় কিছু না থাকলে প্যাচালই তো পারতে হবে । সামুর দুবছর পুর্তির দাড়প্রান্তে দাড়িয়ে আমার প্রথম কমেন্ট কারী এবং দ্বিতীয় কমেন্ট কারী রাজসোহান,আদ্রিতা থেকে শুরু করে সর্বশেষ কমেন্ট কারী চেয়ারম্যান০০৭ সহ সবাইক ধন্যবাদ । আর জানা আপারে শুভেচ্ছা জানাতেই হবে । তা না হলে ব্লগমাতা আমার উপ্রে রাগ খাইলে আমার ব্লগিং শেষ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।