আমাদের কথা খুঁজে নিন

   

পদচিহ্ন

জীবন কেটে যায়
নৈশব্দ সন্ধ্যামাখা একান্ত একাকী পথ আমাকে ডাকছে - বুকে এঁকে নিবে পদযুগল থেকে অনি:শেষ পথচলার প্রথম পদচিহ্ন; আমি নির্বাক পথিক এই পথ- পদচিহ্ন পেতেই আঁকড়ে ধরে হাহাকার করে কেঁপে উঠে ফিসফিসিয়ে জানতে চায় - "ফিরে যাবে নাতো?" প্রশ্ন প্রতিধ্বণিত হতে থাকে আমাকে অস্থির করে তুলে ভেঙ্গে যেতে থাকি -ইচ্ছেগুলোর মতো পেছনে জমে ওঠা অভিমানের অভেদ্য দেয়ালে পিঠ ঠেকিয়ে ইশারায় আস্বস্থ করি কোন পাখি নেই কিংবা পালক অনেক দূরের দৃষ্টিসীমায় এই পথ মিশে গ্যাছে বহুদূর কোন এক অন্ধকারে অচেনা কুয়াশার ভীড়ে - সমকামীর মতো; আমি হেঁটেই চলেছি হয়তো তুমিও কোন একদিন সুপ্রাচীন সন্ধ্যার ঘ্রাণ মেখে নিভু পায়ে করিডোর ছেড়ে নেমে আসবে এই পথে আমার মতো আমার খুঁজে পদচিহ্ণে পা মিলিয়ে এগুতে এগুতে দিকভ্রান্ত হয়ে দেখবে এ পথ মিশে গ্যাছে বহুদূর কোন এক অন্ধকারে অচেনা কুয়াশার ভীড়ে - সমকামীর মতো; তুমি আর আমি সমান দূরত্বে একই পথে হেঁটে যাবো আমি জানবো তুমি আসছো তুমি জানবে আরেকটু এগুলেই আমি এভাবে এই একান্ত একাকী পথ দু’জন সঙ্গী পেয়ে অনন্ত সন্ধ্যার গান গাইবে আমরা হেঁটেই যাবো;
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।