আমাদের কথা খুঁজে নিন

   

পদচিহ্ন



বৃষ্টি শেষ হলে পরে উঠানময় অসংখ্য পায়ের চিহ্নের দিকে তাকিয়ে থাকতে থাকতে- সে এক গভীর জলাশয় জলেরা বাস্প হলে সেওতো জমে থাকা মেঘ কালিদাসও জানে না তাহার মহিমা যাবতীয় মেঘ বিক্রি হয়ে গেছে বৃষ্টির দামে আর বৃষ্টির কথা আমিতো নহি তব বলিতে ব্যাকুল আকুল পরান চাহে শুধু মেলে ধরি মুঠি- কররেখা প্রবাহিত হয়ে যায় নদীর আকারে শিবের জটায় বড় উকুনের ক্যাম্প- ও জলে ভাসে না আর তুমুল ভাসান জলের চালান গেছে সব মেঘের গুদামে মুঠো খুলছি না মুঠো খুললেই বেরিয়ে পরবে নদী.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।