আমাদের কথা খুঁজে নিন

   

পদচিহ্ন



শঙ্খনাদ করিয়া আইলো সাহারায়
অভিযাত্রী দল এক দীর্ঘ অভিযানে।
(বরিষায় বারিধারা যেমনি ধরায়-
শূন্য থেকে পড়তে থাকে আপন মনে।)
দুর্মর সে দল বালুময় সাহারায়
(দুর্গম পথে) এগোয় প্রফুল্ল বদনে।
অভিযান শেষে তারা লইয়া বিদায়-
চলে যায় রিক্তহস্তে ধবল বসনে!


মরিচিকার আবাস এ মরু প্রান্তর,
রবির তাপে বায়ু-স্রোতে মরুর বালি
উড়ে যায় ধু ধু করে বুক হয় খালি।
কখনো দেখা যায় প্রবল মরু-ঝড়
পাল্টে দেয় পরিবেশ, করে চিহ্ন ভিন্ন-
চলে যায় সব, থেকে যায় পদচিহ্ন।।


১৩ বৈশাখ ১৪১২, মঙ্গলবার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।