আমাদের কথা খুঁজে নিন

   

পদচিহ্ন

মাঝে মাঝে সমাজ নিয়ে ভাবি।

পদচিহ্ন ধরে রাখে কুয়াশা ও শিশির। ঘুঘুপাখি ঘুমুবার পর পুকুরের মাটিদেশ ভেদ করে ঝোপের তলার পথ। এ গ্রামের শেষে সরু ধানক্ষেতে চন্দ্রোদয়। ঘরে ঘরে জল ঢোকে।

কেননা,জলের যোগফল বাক্য বিনিময় শেষে জনপদে পাঠাতে চাইবে কাকভোর। বাঁশপাতায় দাঁড়ায় ডাঙার উদ্ভাস। ত্রিশূন্যে উধাও শেষ রাতের ক্ষরণ। বৃষ্টিবহনের সাথে মৃদু চলাচল বয়ে আনে ঘাসের প্রচ্ছদ। ক্রিয়াপদে মিশে আছে শ্রাবণের মেঘ।

তন্দ্রার ভিতর বাঁক নেয় তৃণছায়া,দূরে ঘুমতলা। নিশি-ভাঙা ঢেউ আরো মাছরাঙাময়। বুকজল মিথ্যে হয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।